যে ইভেন্টে এত সাফল্য, সেটাকেই বিদায় বলে দিলেন বাকি

শুটার আবদুল্লাহ হেল বাকিফাইল ছবি

সাধারণত পিনপতন নীরবতার মধ্যেই নিশানা ভেদে মেতে ওঠেন শুটাররা। কিন্তু কাল বিকেলে গুলশান শুটিং কমপ্লেক্সে এর ব্যতিক্রম দৃশ্যই দেখা গেল। ৩০তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালের সময় ছোট্ট গ্যালারি পরিণত হলো স্টেডিয়ামের আবহে।

ভুভুজেলার আওয়াজ আর বিভিন্ন ক্লাবের শুটার ও কর্মকর্তাদের চিৎকারে কান পাতা দায়। সবাই যখন উচ্ছ্বাস আর আনন্দে ১০ মিটার এয়ার রাইফেল উপভোগ করছিলেন, তখন কম্পিউটার অ্যানালিস্টের পেছনে দাঁড়িয়ে চুপচাপ শুটারদের স্কোরগুলো দেখছিলেন আবদুল্লাহ হেল বাকি। কে জানত, নিজের প্রিয় রেঞ্জে দাঁড়িয়ে প্রিয় ইভেন্টের শেষের ঘোষণাটা এভাবেই দিতে হবে তাঁকে!

আরও পড়ুন

কোমরের চোটের কারণে বাকির ক্যারিয়ারটা রয়েছে শঙ্কার মুখে। ভারী রাইফেল বা পিস্তল নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে বেশির ভাগ শুটার ঘাড়, কাঁধ বা পিঠের ব্যথায় ভোগেন। কিন্তু বাকির চোট কোমরে। মাঝেমধ্যে ব্যথার তীব্রতা এত বেশি হয় যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। ২০২১ সালের জুলাই মাসে সর্বশেষ দাঁড়িয়েছিলেন টোকিও অলিম্পিকের রেঞ্জে। এর পর থেকে আর কোনো ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেননি।

কোমরের চোটের উন্নত চিকিৎসার জন্য এরই মধ্যে ভারতেও গেছেন। চোট কিছুটা সারলেও ১০ মিটার ইভেন্টে আর কখনোই অংশ নিতে পারবেন না তিনি। যদিও প্রায় ২০ মাস পর আবারও শুটিং রেঞ্জে দাঁড়াবেন বাকি। এবারের জাতীয় প্রতিযোগিতায় বাকি অংশ নেবেন ৫০ মিটার এয়ার রাইফেলে।

সতীর্থদের কিছু একটা দেখিয়ে দিচ্ছিলেন বাকি
ছবি: প্রথম আলো

১০ মিটারের ক্যারিয়ার যে শেষ হয়ে গেছে, সেটা যেন বুঝতে পেরেছেন তিনি, ‘আমি যখন রাইফেল লক করি বা শট করার চেষ্টা করি, তখন ৪০ মিনিট পর মনোসংযোগে বিঘ্ন ঘটে। কোমরে ব্যথা শুরু হয়। একনাগাড়ে দেড়-দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বিশেষ করে বাছাইপর্বের জন্য লাগে দেড় ঘণ্টার বেশি সময়। ফাইনালেও এক ঘণ্টা লাগে। সব মিলিয়ে আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থাকার মতো ফিট অবস্থায় নেই আমি। এ জন্য এই ইভেন্ট আর করতে পারব না।’

আরও পড়ুন

দর্শক হিসেবে গ্যালারিতে বসে থাকতে মোটেও ভালো লাগে না বাকির, ‘চোটে পড়ার পর সাধারণত এখানে আসি না। আজই (কাল) প্রথম ১০ মিটারের রেঞ্জে এলাম। যেহেতু এখানে আমার টিমমেট আছে, তাদের সহযোগিতার জন্য আসতেই হয়। না হলে এখানে হয়তো ঢুকতামই না। আসলে শুটিং আমার ভালোবাসার জায়গা। ভালোলাগার জায়গা। এটা সারা জীবনই থাকবে।’

বাকিকে নিয়ে নতুন করে ৫০ মিটার এয়ার রাইফেলে স্বপ্ন দেখছেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ, ‘বাকি চোটের কারণে ১০ মিটার আর খেলতে পারবে না। যারা ১০ মিটারে পারছে না তাদের ৫০ মিটারে নিয়ে যাচ্ছি। বাকিও সেই গ্রুপেই পড়েছে। ওর আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে, সেটা কাজে লাগিয়ে ৫০ মিটারে আশা করি ভালো কিছু করবে বাকি।’