খণ্ড খণ্ড জাদুকরি মুহূর্ত ও কিংবদন্তির বিদায়

খণ্ড খণ্ড জাদুকরি মুহূর্তই আলোকিত করে তোলে অলিম্পিককে। প্যারিস অলিম্পিকেও আজ দেখা মিলেছে তেমন কিছু মুহূর্তের। কোথাও কেউ সোনা জিতে আবেগে ভেসেছেন। আবার কোথাও চোখ থমকে গেছে নান্দনিক কোনো দৃশ্যে। তেমন কিছু ছবি নিয়ে এই আয়োজন—
১ / ৮
মুচকি হাসিতে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জয় উদ্‌যাপন দক্ষিণ কোরিয়ার হিয়োজিন বানের
রয়টার্স
২ / ৮
বক্সিংয়ে নিজের ম্যাচ জয়ের পর মুষ্টি পাকিয়ে জয় উদ্‌যাপন করছেন আয়ারল্যান্ডের কেলি হ্যারিংটন
রয়টার্স
৩ / ৮
ঘোড়াকে শূন্যে ভাসিয়ে ইকুয়েস্ট্রিয়ানে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টিং প্রতিযোগিতায় সোনা জিতেছেন জার্মানির মাইকেল ইয়োং
রয়টার্স
৪ / ৮
বক্সিং ম্যাচের চিরায়ত দৃশ্য। কিউবার এরিসল্যান্ডির ঘুষিটা হজম করতে নিশ্চয় কষ্টই হয়েছে আলজেরিয়ার জুগুর্থা আইত বেকার
রয়টার্স
৫ / ৮
মেয়েদের বিচ ভলিবল প্রতিযোগিতায় পয়েন্ট পেয়ে এভাবেই উদ্‌যাপন করেছেন লাটভিয়ার টিনা গ্রাউদিনা ও আনাস্তাসিয়া সামোইলোভা
এএফপি
৬ / ৮
ছেলেদের মাউন্টেন বাইকিংয়ে সোনা জেতার পর এভাবেই উদ্‌যাপন করেছেন ব্রিটেনের টমাস পিডকক
এএফপি
৭ / ৮
টেনিসপ্রেমীদের চোখ ছিল রোলাঁ গারোয়। অলিম্পিক ম্যাচে মুখোমুখি টেনিসজগতের দুই মহাতারকা রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। ম্যাচে নাদালকে হারিয়েছেন জোকোভিচ
রয়টার্স
৮ / ৮
দৃষ্টির প্রখরতাই বুঝিয়ে দিচ্ছে মনোযোগের গভীরতা। সার্ভ নেওয়ার পূর্বে এভাবেই ফ্রেমবন্দী হন ইতালি নারী টেবিল টেনিস তারকা গিওরগিয়া পিকোলিন
এএফপি