বিতর্কের পর সুমাইয়াকে দ্রুততম মানবী ঘোষণা
জাতীয় সামার অ্যাথলেটিকসে দেশের দ্রুততম মানবী কে হলেন—শিরিন আক্তার নাকি সুমাইয়া দেওয়ান, এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সুমাইয়াকে দেশের নতুন দ্রুততম মানবী ঘোষণা করেছেন বিচারকরা।
আজ বিকালে জাতীয় স্টেডিয়ামে মেয়েদের ১০০ মিটার শেষ হওয়ার পর প্রথমে শিরিনকে দ্রুততম মানবী ঘোষণা করা হলেও পরে বলা হয়, ফটোফিনিশে নাকি প্রথম হয়েছেন সুমাইয়া। শিরিন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান আয়োজক অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে।
তবে অনেক বিতর্কের পর শেষ পর্যন্ত সুমাইয়াকেই দ্রুততম মানবী ঘোষণা করেন বিচারকেরা। এ নিয়ে দ্বিতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন হলেন সুমাইয়া। তিনি সময় নিয়েছেন ১২.১৯ সেকেন্ড। শিরিনের লেগেছে ১২.২১ সেকেন্ড। ১২.৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন শরিফা খাতুন। তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট।