সবচেয়ে কম বয়সী দাবাড়ু হারাল সবচেয়ে বেশি বয়সীকে

ছোট্ট রায়ান রশীদ সাদা ঘুঁটি নিয়ে জিতে যায় ২৫ চালেছবি: সংগৃহীত

একজনের বয়স আট অন্য জনের একাত্তর। দুজনই আজ মুখোমুখি হয়েছিল ঢাকায় অনুষ্ঠানরত এশিয়ান জোনাল দাবার পঞ্চম রাউন্ডে। আর তাতে ছোট্ট রায়ান রশীদ সাদা ঘুঁটি নিয়ে জিতে যায় ২৫ চালে।

এই টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়, হানিফ সবচেয়ে বেশি বয়সী। যে কারণে হানিফের বিপক্ষে রায়ানের জয় দাবা অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। রায়ান বাংলাদেশে অনূর্ধ্ব-৮ জাতীয় যুব দাবায় চ্যাম্পিয়ন। হানিফ মোল্লা কমনওয়েলথ দাবায় সিনিয়র বিভাগে সোনাজয়ী।

রায়ানের জন্ম ২০১৫ সালে। হানিফের ১৯৫২ সালে। রায়ান রাজারবাগ পুলিশ লাইনস স্কুলে পড়ে। তার স্কুল এবার স্কুল দাবায় তৃতীয় হয়েছে। খুদে এই দাবাড়ুর রেটিং ১৫৩৪, হানিফের ১৬০৫।

রায়ানকে নিয়ে দাবা সংগঠক মাহমুদা হক চৌধুরীর উচ্ছ্বাস, ‘রায়ানের দাবার হাতেখড়ি ওর বাবার কাছে। তবে সে আমার অধীন শিখেছে। ২০২২ সালে মালদ্বীপে ওয়েস্টার্ন এশিয়া দাবায় খেলেছে। শ্রীলঙ্কায় একটি টুর্নামেন্টে খেলেছে। ওর দাবায় মেধা দারুণ। আশা করা যায়, খেলাটা চালিয়ে গেলে ভবিষ্যতে ভালো করবে।’