৯ বছর পর জাতীয় হকি দলের কোচ মামুন

আ ন ম মামুন উর রশিদসংগৃহীত

এশিয়ান হকি ফেডারেশন কাপে এর আগে চারবার খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এশিয়ার দ্বিতীয় সারির দেশগুলোর এই টুর্নামেন্ট থেকে তাই আবারও ট্রফি নিয়ে ফিরবে বাংলাদেশ দল, এটাই প্রত্যাশা। আগামী এপ্রিলে জাকার্তায় আরও একটি এশিয়ান হকি ফেডারেশন কাপ আর এই টুর্নামেন্টের জন্য জাতীয় দলের প্রধান কোচ করা হয়েছে আ ন ম মামুন উর রশিদকে। আজ হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেছে। সহকারী কোচ করা হয়েছে মশিউর রহমান বিপ্লবকে। ট্রেনার থাকছেন আলমগীর ইসলাম।

কোচ চূড়ান্ত করতে নজিরবিহীনভাবে এবার গণসাক্ষাৎকারের আয়োজন করে হকি ফেডারেশন। ডাক পাওয়া ১১ জনের মধ্যে সাক্ষাৎকার দেন ৮ জন। গত বছর বাংলাদেশকে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে নেওয়া কোচ মওদুদুর রহমান শুভ সাক্ষাৎকার দেননি।

জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ও অধিনায়ক মামুন উর রশিদ কোচ হিসেবে বয়সভিত্তিক স্তরেই কাজ করেছেন বেশি। নির্দিষ্ট করে বললে অনূর্ধ্ব-২১ দলের সঙ্গেই বেশি। সর্বশেষ ২০২৩ সালে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি ফেডারেশন কাপ ও অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে প্রধান কোচ ছিলেন। দুটিই হয়েছে ওমানে। সিনিয়র জাতীয় দলে এর আগে একবারই কোচ ছিলেন, সেটি  সিঙ্গাপুরে ২০১৫ সালে ওয়ার্ল্ড লিগ রাউন্ড-টুয়ে।

৯ বছর পর জাতীয় দলের কোচ হিসেবে ফিরে খুশি মামুন। সামনে এশিয়ান হকি ফেডারেশন কাপ বলে দায়িত্বটাকে খুব একটা চ্যালেঞ্জ মনে করছেন না। তবে ফেডারেশনের প্রত্যাশা পূরণ করতে চান পুরোপুরি, ‘এশিয়ান হকি ফেডারেশন কাপে দায়িত্ব দিয়েছে ফেডারেশন। ফিরতে পেরে অনেক ভালো লাগছে। জাতীয় দল নিয়ে কাজ করার আনন্দই আলাদা। চেষ্টা করব আগের মতোই এই টুর্নামেন্টে যেন চ্যাম্পিয়ন হতে পারি।’

জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে ২০ ফেব্রুয়ারি কুপার টেস্ট হবে হকি খেলোয়াড়দের। বয়সের অজুহাত দেখিয়ে তাতে ডাকা হয়নি দেশের হকির সবচেয়ে বড় তারকা রাসেল মাহমুদ জিমিকে।