ইন্দোনেশিয়াকেও উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশআশরাফুল আলম

দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে শুরু, দ্বিতীয় ম্যাচেও মালয়েশিয়ার বিপক্ষে সহজ জয়। আজ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচেও ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়ে জিতেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে আজকের জয় ৫৯-১৯ পয়েন্টে। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

মিরপুর সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ দল। শুরুতেই এগিয়ে যায় ১৭-০ ব্যবধানে। প্রথমার্ধে ৩৭-২ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। পুরো ম্যাচে ইন্দোনেশিয়াকে চারবার অলআউট করেছেন মিজান-আরদুজ্জামানরা। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মিজানুর রহমান।

আরও পড়ুন
ম্যাচসেরা মিজানুর রহমান
প্রথম আলো

বাংলাদেশ দলের কোচ আবদুল জলিল অবশ্য মাটিতে পা রাখছেন আপাতত, ‘আমাদের মূল লক্ষ্য শিরোপা জেতা। তিনটি ম্যাচে সহজে জিতেছি। ম্যাচ বাকি আছে আরও। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে যেতে চাই।’

আগামীকাল পোল্যান্ডের বিপক্ষে কোর্টে নামবে বাংলাদেশ দল।

আরও পড়ুন