আরেকবার উসাইন বোল্টকে মনে করিয়ে দিয়ে লাইলসের তিনে তিন

‘ট্রেবল’ জিতেছেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসরয়টার্স

এক, দুই, তিন…!

অ্যাথলেটিকস বিশ্ব আরেকবার তিন আঙুল দেখল নোয়াহ লাইলসের। শুক্রবার রাতে বুদাপেস্টে ২০০ মিটার স্প্রিন্ট জিতে একবার তিন আঙুল দেখিয়েছিলেন মার্কিন স্প্রিন্টার। ২৪ ঘণ্টা পরেই সেই লাইলস আবারও তিন আঙুল দেখালেন যুক্তরাষ্ট্রের হয়ে ৪x১০০ মিটার রিলের সমাপ্তিরেখা পেরোতো পেরোতে।

আগের রাতের উপলক্ষ্য ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে হ্যাটট্রিক। আর আজ শনিবার রাতে সেই লাইলস উদ্‌যাপন করলেন এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের তৃতীয় জয়টাকে।

সোনাজয়ী যুক্তরাষ্ট্রের রিলে দল
রয়টার্স

১০০ মিটার ও ২০০ মিটারের পর ৪x১০০ মিটার রিলের সোনাও যে উঠল লাইলসের গলায়। আর ‘ট্রেবল’ জিতে আরেকবার কিংবদন্তি উসাইন বোল্টকে মনে করিয়ে দিয়েছেন রিলেতে অ্যাঙ্কর বা দলের শেষ দৌড়বিদ হিসেব দৌড়ানো লাইলস। ২৬ বছর বয়সী লাইলসের আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বশেষ ২০১৫ সালে জ্যামাইকার হয়ে এই কীর্তি গড়েছিলেন সর্বকালের দ্রুততম মানব।

বোল্টের জন্য অবশ্য ‘ট্রেবল’ জয় ডালভাতই ছিল। জ্যামাইকান মহাতারকা ২০০৮, ২০১২ ও ২০১৬—এই তিন অলিম্পিকেই ১০০, ২০০ ও ৪x১০০ জিতেছিলেন। আগামী বছর প্যারিস অলিম্পিকে ‘ট্রেবল’ জিতে বোল্টের কীর্তি কি ছুঁতে পারবেন লাইলস? প্রশ্নটা ভবিষ্যতের জন্যই তোলা থাক।

লাইলসরা আজ রিলে জিতেছেন ৩৭.৩৮ সেকেন্ড সময় নিয়ে। ৩৭.৬২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছে ইতালি। বোল্টের দেশ জ্যামাইকা হয়েছে তৃতীয় (৩৭.৭৬)।

আরও পড়ুন
রেকর্ড গড়া যুক্তরাষ্ট্রের নারী রিলে দল
রয়টার্স

মেয়েদের ৪x১০০ মিটার রিলেও সোনাও ঘরে তুলেছে যুক্তরাষ্ট্র। এবারের দ্রুততম মানবী শা’কারি রিচার্ডসন ছিলেন অ্যাঙ্করের ভূমিকায়। ২০০৭ সালের পর এবারই প্রথম ছেলে–মেয়ে দুই বিভাগের ১০০ মিটার রিলে জিতল যুক্তরাষ্ট্র।

৪১.০৩ সেকেন্ড সময় নিয়ে নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েছেন রিচার্ডসনরা। ২০০ মিটারের চ্যাম্পিয়ন শেরিকা জ্যাকসনের জ্যামাইকা ৪১.২১ সেকেন্ড সময় নিয়ে হয়েছে দ্বিতীয়। তৃতীয় হয়েছে গ্রেট ব্রিটেন (৪১.৯৭)।

আরও পড়ুন