এশিয়ান শুটিংয়ে বাংলাদেশের ব্রোঞ্জ

এশিয়ান শুটিংয়ে বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জছবি: সংগৃহীত

১৫তম এশিয়ান এয়ারগান শুটিংয়ে অনূর্ধ্ব-১৮ যুব বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার দাগুতে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় আজ বাংলাদেশের যুব নারী দল ১০ মিটার এয়ার রাইফেলে ১৭-৫ পয়েন্টে কাজাখস্তানকে হারিয়ে জিতেছে এই পদক।
পদকজয়ী দলে ছিলেন ‌সাজিদা হক, জাফিয়া জ্যোতি ও মৌমিতা রিয়া। সাদিয়া এর আগে দেশে ও বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন। বাকি দুজন একেবারেই নতুন, তাঁদের জন্য এটি প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টও। তিনজনই এই প্রথম কোনো পদক জিতলেন।

প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের সিনিয়র বিভাগে বাংলাদেশ অংশ নেয়নি। কারণ শুটারসংকট। সাজিদা যুব বিভাগে খেলেছেন, আরও দুজন পরীক্ষার কারণে দল ছেড়েছেন। ফলে ১০ মিটার এয়ার রাইফেলে সিনিয়র বিভাগে দলই গড়তে পারেনি বাংলাদেশ। তবে ব্যক্তিগত বিভাগে খেলেছে বাংলাদেশ।

পদকজয়ী দলে ছিলেন ‌সাজিদা হক, জাফিয়া জ্যোতি ও মৌমিতা রিয়া
ছবি: সংগৃহীত

এই বিভাগে বাংলাদেশের তরুণ শুটার কামরুন নাহার কলি চতুর্থ হয়েছেন। সাজিদা যুব বিভাগে ষষ্ঠ। ছেলেদের ১০ মিটার সিনিয়রে ব্যক্তিগত বিভাগে রাব্বি হাসান ৬২৯ করে ফাইনাল খেলে শেষ পর্যন্ত ষষ্ঠ হয়েছেন।

এখন পর্যন্ত বাংলাদেশের শুটারদের যা ফলাফল, তাতে খুশি সাবেক শুটার শারমিন আক্তার (রত্না)। শুটারদের প্রশংসা করে তাঁর কথা, ‘এর আগে এশিয়ান পর্যায়ে দুবার সপ্তম হয় আবদুল্লাহ হেল বাকি। এবার কলি চতুর্থ হয়েছে। এশিয়ান পর্যায়ে সে ভালো স্কোর করেছে। রাব্বি খুবই ভালো স্কোর করে ফাইনালে উঠেছে। সাজিদার স্কোরও ভালো। তুলনামূলক উন্নতি হচ্ছে বাংলাদেশের ছেলেমেয়েদের।’