রোমান-দিয়াদের মতো খেলার স্বপ্ন দেখেন তাঁরাও

আজ বাংলাদেশ প্যারা আর্চারি ফেডারেশনের নতুন কমিটির ঘোষণার অনুষ্ঠানে খেলোয়াড়েরাছবি: প্রথম আলো

সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে হতাশায় ভুগছিলেন আয়েশা আক্তার। ক্রাচে ভর করে এখন চলাফেরা করতে হয় আয়েশাকে। ছোটবেলায় ভুল চিকিৎসায় দুই পা চিকন হয়ে যায় নূর মোহাম্মদের। এখন হুইলচেয়ারই একমাত্র অবলম্বন মুন্সিগঞ্জের এই যুবকের।সোনিয়া খানম সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে মরতে বসেছিলেন। কিন্তু আয়েশা, সোনিয়াদের কষ্টের জীবনে হাসি ফুটিয়েছে খেলাধুলা। কেউ বাস্কেটবল, কেউ ব্যাডমিন্টন আবার কেউ ফুটবল কিংবা ক্রিকেট খেলেন। এবার তির-ধনুক হাতে তুলতে মুখিয়ে আছেন সবাই।

আরও পড়ুন
আরও পড়ুন

শারীরিক প্রতিবন্ধী এসব খেলোয়াড়দের সেই সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ প্যারা আর্চারি ফেডারেশন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ বাংলাদেশ প্যারা আর্চারি ফেডারেশনের নতুন কমিটির ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। বাংলাদেশে আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ কমিটির সভাপতি। সাধারণ সম্পাদক ফয়সাল আহসান উল্লাহ।

আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির নির্দেশনা অনুসারেই বাংলাদেশে প্যারা আর্চারির যাত্রা শুরু হয়েছে। প্রায় ১০ বছর ধরে বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির ওপর নিষেধাজ্ঞা ছিল আন্তর্জাতিক কমিটির। সেই নিষেধাজ্ঞা গত বছর প্রাথমিকভাবে তুলে নেওয়া হলেও বেশ কিছু শর্ত দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। এর মধ্যে অন্তত আটটি প্যারা ফেডারেশন গঠন করা বাধ্যতামূলক। এ ছাড়া প্রতিটি কমিটিকে হতে হবে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত। সেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্যারা আর্চারির কমিটি গঠন করা হয়েছে। এরপর একে একে হবে প্যারা ব্যাডমিন্টন, তায়কোয়ান্দো, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, সাঁতার, বাস্কেটবল ও শুটিং।

বাংলাদেশ প্যারা আর্চারি ফেডারেশনের নতুন কমিটির ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান
ছবি: প্রথম আলো

কমিটি ঘোষণার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান বলেন, ‘যেহেতু ওরা স্পেশাল চাইল্ড, ইচ্ছা করলেও সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারে না, এ কারণে প্রথমেই তাদের ফেডারেশনের মর্যাদা দিয়ে শুরু করেছি। যাতে তারা কষ্ট না পায়। আন্তর্জাতিক কমিটির নির্দেশনা মেনে প্রথমে আর্চারি ফেডারেশন গঠন করেছি। বাকিগুলোও করব আমরা।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক সাফল্য এনে দিয়েছে আর্চারি। প্রথমবারের মতো সরাসরি রোমান সানা খেলেছেন অলিম্পিকে। এসএ গেমসে ১০টি ইভেন্টের সব কটিতেই সোনা জিতে রেকর্ড গড়েছে আর্চারি। এবার প্যারা আর্চারিতেও ভালো কিছুর স্বপ্ন দেখছেন সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ, ‘ঐতিহ্যগতভাবেই তির–ধনুক চালাতে পারি আমরা। সাধারণ আর্চারিতে ভালো করেছে বাংলাদেশ। এখানে সম্ভাবনা আছে ভালো করার।’

আরও পড়ুন

আর্চারদের জন্য ক্রীড়া মনোবিদ, পুষ্টিবিদ, ফিজিওলজিস্ট ও মেডিসিন চিকিৎসক রাখার পরিকল্পনা এই কর্মকর্তার। সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে আপাতত ১৬ জন আর্চার নিয়ে আগামী মাসে শুরু হবে অনুশীলন। নভেম্বরে ব্যাংককে এশিয়ান প্যারা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম অংশ নেবে।

সিআরপির অকুপেশনাল থেরাপিস্ট সোনিয়া হুইলচেয়ার বাস্কেটবল খেলেন। এবার আর্চারি খেলে বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম বয়ে আনতে চান, ‘আগে কখনো খেলিনি। তবে ইউটিউবে এই খেলা দেখে কিছুটা ধারণা নিয়েছি। সুযোগ পেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারব।’

শারীরিক প্রতিবন্ধীদের জন্য কাজ করতে চায় বাংলাদেশ প্যারা আর্চারি ফেডারেশন
ছবি: প্রথম আলো

বাংলাদেশ ডিজঅ্যাবল ফুটবল দলের সিআরপির অধিনায়ক শিপন মিয়া প্যারা অলিম্পিকে খেলতে চান, ‘অনেকে আমাদের অন্য চোখে দেখে। যাতে সাধারণ মানুষ আমাদের করুণা না করতে পারে, এটা (প্যারা আর্চারি) তার একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে। রোমান, দিয়ারা যদি অলিম্পিকে যেতে পারে, আমরা কেন পারব না? একদিন আমিও প্যারা অলিম্পিকে খেলার স্বপ্ন দেখি।’

বাংলাদেশের প্যারা আর্চারির যাত্রা শুরুর এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন বিশ্ব আর্চারি ফেডারেশনের মহাসচিব টম ডিলান।

আরও পড়ুন