পদকের কাছাকাছি বক্সার সেলিম

বক্সার সেলিম হোসেনছবি: বিওএ

হাংজু এশিয়ান গেমসে ব্যক্তিগত বিভাগে বাংলাদেশের যে কজন খেলোয়াড়ের ওপর চোখ রাখা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন না বক্সার সেলিম হোসেন। কিন্তু চমক দিয়ে পদকের স্বপ্ন দেখাতে শুরু করেছেন এই বক্সার। ৩ অক্টোবর জাপানের প্রতিপক্ষের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামবেন সেলিম। সেই ম্যাচে জিতলেই নিশ্চিত পদক।

এশিয়ান গেমসের ইতিহাসে এখন পর্যন্ত বাংলাদেশ যে একটি ব্যক্তিগত পদক জিতেছে, সেটি বক্সিং থেকেই। ১৯৮৬ সিউল এশিয়াড থেকে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক এনেছিলেন মোশাররফ হোসেন। ৩৭ বছর পর এশিয়ান গেমস থেকে দ্বিতীয় ব্যক্তিগত পদকের কাছাকাছি পৌঁছে গেলেন বক্সার সেলিম।

গেমসের অষ্টম দিনে আজ সবচেয়ে বড় সুখবর দিয়েছেন সেলিম। হাংজু জিমনেসিয়ামে অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণির প্রি–কোয়ার্টারে তাজিকিস্তানের আসরর ভকিধভকে নকআউট করেছেন তিনি। প্রথম রাউন্ডে পাঁচ বিচারকের রায়ে পিছিয়ে ছিলেন সেলিম। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা নিজের করে নেন।

তৃতীয় মিনিটে তাজিক প্রতিপক্ষকে আক্রমণ করেন সেলিম। এতে প্রতিপক্ষ বক্সারের চোখের ওপরের দিকে কেটে যায়। খেলা বন্ধ করে সেলিমকে বিজয়ী ঘোষণা করেন বিচারক। এর আগে শ্রীলঙ্কার রাকমাল প্রসন্নকে প্রথম রাউন্ডে হারিয়েছিলেন বাংলাদেশের এই বক্সার।

আরও পড়ুন
আরও পড়ুন