পাকিস্তানি অ্যাথলেটকে আমন্ত্রণ জানিয়ে তোপের মুখে ভারতীয় অ্যাথলেট, দিলেন ব্যাখ্যা

ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া।নীরাজ চোপড়ার ইনস্টাগ্রাম পোস্ট থেকে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। পাকিস্তানের অলিম্পিক সোনাজয়ী অ্যাথলেট আরশাদ নাদিমকে ভারতে আমন্ত্রণ জানিয়ে তোপের মুখে পড়েছেন ভারতীয় অ্যাথলেট নীরাজ চোপড়া।

অলিম্পিকে দুটি পদক জেতা নীরাজ পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে নাদিমকে আমন্ত্রণের ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, সন্ত্রাসী হামলার পর তিনি, তাঁর মা ও পরিবার ‘ঘৃণা ও অপমানজনক’ আক্রমণের শিকার হয়েছেন।

২০২০ অলিম্পিকে সোনা ও ২০২৪ অলিম্পিকে রুপাজয়ী নীরাজ গত সোমবার ‘নীরাজ চোপড়া ক্ল্যাসিক’ নামে জ্যাভলিন থ্রোর একটি প্রতিযোগিতা নিয়ে সংবাদ সম্মেলন করেন। যা ২৪ মে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। নীরাজ চোপড়া ক্ল্যাসিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স ও জুলিয়াস ইয়েগো, ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী থমাস রোহলার এবং যুক্তরাষ্ট্রের কার্টিস থম্পসনের মতো অ্যাথলেটদের আমন্ত্রণ জানানো হয়।

গত বছর প্যারিস অলিম্পিকে সোনা জেতা নাদিমকেও আমন্ত্রণ করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে নীরাজ বলেন, ‘অন্য সব শীর্ষ থ্রোয়ারের মতো নাদিমকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এখন সরকারের অনুমতির ব্যাপার। নিশ্চিত হলে সবাই জানতে পারবেন।’

নীরাজের ওই সংবাদ সম্মেলনের পর বিষয়টা ভারত সরকার নাদিমকে ভিসা দেবে কি না কিংবা তিনি আসবেন কি না পর্যায়ে ছিল। তবে ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর লক্ষ্যবস্তু হয়ে পড়েছেন নীরাজ।

প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোর তিন পদকজয়ী। সোনাজয়ী পাকিস্তানের আরশাদ নাদিমের বাঁয়ে ভারতের নীরাজ চোপড়া (রূপা), ডানে গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (ব্রোঞ্জ)।
আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম পোস্ট থেকে

অলিম্পিক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে দুটি করে পদক জেতা এই থ্রোয়ার আজ ইনস্টাগ্রামে বিষয়টি তুলে ধরে বলেন, ‘আমি সাধারণত কম কথা বলি। কিন্তু এর মানে এই নয় যে যেটা ভুল মনে করি সেটার বিরুদ্ধে বলব না। বিশেষ করে দেশের জন্য আমার ভালোবাসা এবং পরিবারের সম্মান নিয়ে যখন প্রশ্ন ওঠে। আরশাদ নাদিমকে নীরাজ চোপড়া ক্ল্যাসিকে আমন্ত্রণ জানানো নিয়ে অনেক কথা হয়েছে, যার বেশির ভাগই ঘৃণা ও অপমানজনক, যা থেকে আমার পরিবারও রেহাই পায়নি।’

নাদিমকে একজন অ্যাথলেট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল উল্লেখ নীরাজ যোগ করেন, ‘সেরা অ্যাথলেটদের আমাদের দেশে এনে এই দেশকে বিশ্বমানের ক্রীড়া আয়োজনের কেন্দ্র বানানোর লক্ষ্য থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সব অ্যাথলেটের কাছে সোমবারই আমন্ত্রণ চলে গিয়েছিল, পেহেলগামের সন্ত্রাসী হামলারও দুই দিন আগে। কিন্তু গত ৪৮ ঘণ্টায় যা কিছু ঘটেছে, তাতে আরশাদ নাদিমের নীরাজ চোপড়া ক্ল্যাসিকে অংশগ্রহণের প্রশ্নই আসে না। আমার কাছে সবার আগে দেশ এবং দেশের স্বার্থ। যাঁরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে আমি সমব্যথী।’

আরও পড়ুন

প্যারিস অলিম্পিকে নাদিমের পেছনে থেকে নীরাজ দ্বিতীয় হওয়ার পর তাঁর মা বলেছিলেন, ‘আমাদের জন্য রুপাই সোনার সমান। যে ছেলেটি সোনা পেয়েছে, সে–ও আমার ছেলের মতো।’

পেহেলগাম ঘটনার পর মন্তব্যটি অপব্যবহার হয়েছে জানিয়ে নীরাজ লিখেছেন, ‘আমার মায়ের এক বছর আগের সাধারণ একটা মন্তব্য অনেকের প্রশংসা পেয়েছিল। আজ সেই একই ব্যক্তিরা একই মন্তব্যকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।’

পুরো বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে হচ্ছে বলে খারাপ লাগার কথাও বলেছেন নীরাজ, ‘অনেক বছর ধরে গৌরবের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে আসছি আমি। এরপরও যখন আমার সততা প্রশ্নবিদ্ধ হয়, যারা আমাকে ও আমার পরিবারকে লক্ষ্যবস্তু করেছে, তাদের জন্য ব্যাখ্যা দিতে হয়, সেটা বেদনাদায়ক। আমরা সাধারণ মানুষ। দয়া করে এর বাইরে অন্য কিছু বানিয়ে দেবেন না।’

আরও পড়ুন