বাবা দ্বিতীয়, ছেলে তৃতীয়, চ্যাম্পিয়ন কে?

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়ে ৪০ হাজার টাকা পেয়েছেন ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদছবি : সংগৃহীত

বাংলাদেশে যেকোনো ঘরোয়া দাবা টুর্নামেন্টেই এখন একঝাঁক নবীন খেলেন। যাঁদের মধ্যে কেউ কেউ হতে পারেন আগামীর মুখ। ঢাকায় আজ শেষ হওয়া ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় তৃতীয় হওয়া ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কিছুটা পরিচিতি পেয়েছেন এরই মধ্যে।

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে দ্বিতীয় হয়েছেন তাজওয়ারের বাবা জিয়াউর রহমান; যাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। জিয়া গ্র্যান্ডমাস্টার হয়েছেন সেই ২০০২ সালে।

বাবা আর ছেলে এই টুর্নামেন্টের প্রথম তিনটি পুরস্কারের দুটি জিতেছেন। তাহলে প্রথম কে? এখানেই বড় চমক। প্রথম হয়েছে যে ছেলেটি, তার নাম সাকলাইন মোস্তফা সাজিদ, কদিন আগেই জাতীয় অনূর্ধ্ব–২০ দাবায় চ্যাম্পিয়ন হয়েছে সে। এর আগে অনূর্ধ্ব–১২ বিভাগে চ্যাম্পিয়ন হয়। পাবনার ছেলে সাকলাইন এখন ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস স্কুলে সপ্তম শ্রেণিতে উঠেছে।

রেটিং দাবায় রানার্সআপ হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান
ছবি : সংগৃহীত

সাকলাইনের কোচ আবু সুফিয়ান শাকিল প্রথম আলোকে বলেন, ‘কোভিডের সময় সে অনলাইনে টুর্নামেন্ট খেলত। তেমনই একটা টুর্নামেন্টে ওর প্রতিভা আমার নজরে আসে। তারপর বাংলাদেশ পুলিশকে অনুরোধ করে ঢাকায় নিয়ে আসি ওকে। ঢাকায় ওর জন্য বাসা নেওয়া হয়। পরিবারের লোকজন বাসায় ওঠে। খরচ জোগায় পুলিশ।’

আবু সুফিয়ান যোগ করেন, ‘এরপর চারটি ক্যাম্প করে সে। এক বছরের মধ্যে তার সাড়ে সাত শ রেটিং বাড়ে, যেটা বাংলাদেশে রেকর্ড। ওকে গ্র্যান্ডমাস্টার করার জন্য পুলিশ নানা উদ্যোগ নিয়েছে। এবং সে পরপর দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে বড়রাও খেলেছে।’

আরও পড়ুন

বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন ৯ ম্যাচে সাড়ে সাত পয়েন্ট পেয়েছে। একই পয়েন্ট পেয়েছেন বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানও। দুজনের পয়েন্ট সমান হলে টাইব্রেকে বুশলজ কাট ওয়ান পদ্ধতিতে ৪৮.৫ স্কোর পেয়েছে সাকলাইন। জিয়া ৪৬.৫।

রেটিং দাবায় তৃতীয় হয়েছেন জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার জিয়া
ছবি : সংগৃহীত

৭ পয়েন্ট করে পেয়েছেন ৬ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয়, নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা চতুর্থ, সাইফ স্পোটিং ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম, নৌবাহিনীর ফিদে মাস্টার শরীফ হোসেন ষষ্ঠ, একই দলের ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ সপ্তম হয়েছেন।

আরও পড়ুন

শেষ রাউন্ডে আজ জিয়া হারান ফিদে মাস্টার মনন রেজাকে। সাকলাইন হারায় ফিদে মাস্টার শেখ নাসির আহমেদকে। তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে হারান। টুর্নামেন্টে খেলেছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারও। শেষ রাউন্ডে তিনি হেরেছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজার কাছে।