গোলবন্যার হকি লিগে মোহামেডান-ঊষা রোমাঞ্চকর ড্র

মেহামেডান–ঊষা ম্যাচে জিততে পারেনি কোনো দলইহকি ফেডারেশন

প্রথম বিভাগ হকি লিগে স্টিকে স্টিকে ধুন্ধুমার লড়াই খুব একটা দেখা যায় না। বেশির ভাগ ম্যাচই হয় একতরফা। ৭ মার্চ শুরু হওয়া লিগের প্রথম সপ্তাহে ১৪ ম্যাচে গোল হয়েছে ১০৯টি। তবে গোলবন্যার লিগে আজ মওলানা ভাসানী স্টেডিয়াম দেখল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ। তাতে শিরোপাপ্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি। মোহামেডানকে আসলে জিততে দেয়নি আরেক শিরোপাপ্রত্যাশী ঊষা ক্রীড়া চক্র। পিছিয়ে পড়া ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচটি ৩-৩ গোলে ড্র করেছে ঊষা।

মোহামেডান প্রথমে ২-০ করেছিল। উষা ২-২-এ সমতা আনে। এরপর সাদা–কালোরা আবার এগিয়ে যায়। ঊষা হাল ছাড়েনি। আরেকটি গোল করে ম্যাচে সমতা নিয়ে আসে।
প্রথম কোয়ার্টারের ১১ মিনিটে মালয়েশিয়ার খেলোয়াড় ফয়সাল বিন সারির দারুণ এক ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয় কোয়ার্টারের ৫ মিনিটে ২-০। এবার মোহামেডানের হয়ে ফিল্ড গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। দুই গোলে পিছিয়ে পড়ে ঊষা ঘুরে দাঁড়ায়। তবে পেনাল্টি কর্নার আদায় করেও গোল পাচ্ছিল না তারা। মোহামেডানের রক্ষণ ও গোলরক্ষক নুরুজ্জামান বেশ ভালো খেলছিলেন এ সময়। তবে ঊষা ঠিকই গোল পেয়েছে। ২৭ মিনিটে ভারতের ইশরাত ইকতিদারের গোলে ব্যবধান কমে ২-১। এরপর সমতাসূচক গোলও পেয়ে যায় ঊষা। তৃতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আসে সেই গোল, গোলদাতা মাহবুব হোসেন।

পিছিয়ে পড়া ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচটি ৩-৩ গোলে ড্র করেছে ঊষা
হকি ফেডারেশন

তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহামেডানকে এগিয়ে নেন আমিরুল (৩-২)। কিন্তু চতুর্থ কোয়ার্টারের সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ঊষাকে সমতায় ফেরান মাহবুব (৩-৩)। বাকি সময়ে চতুর্থ গোলের জন্য চেষ্টা করেছে দুই দলই। তবে সেই গোলের দেখা পায়নি মোহামেডান-উষা কেউই।
মোহামেডান-উষা ড্রয়ে লাভ হয়েছে ঢাকা আবাহনী আর চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংসের। আবাহনী এখন পর্যন্ত অপরাজিত আছে। মেরিনার্স প্রথম ম্যাচে ঊষার কাছে হেরেছে। এ কারণেই কোচ মামুন উর রশিদ বলেন, ‘মোহামেডান-ঊষা ড্রয়ে ভালোই হলো আমাদের জন্য। কারণ, আমরা এরই মধ্যে ঊষার কাছে তিন পয়েন্ট হারিয়ে বসেছি।’

ঊষা তিন বড় দলের বিপক্ষে ৯ পয়েন্টের মধ্যে চার পয়েন্ট পেয়েছে। মেরিনার্সের বিপক্ষে জয়ের পর হেরেছে আবাহনীর কাছে। ৪ ম্যাচে পুরান ঢাকার দলটির পয়েন্ট ৭। তবে ঊষার জন্য স্বস্তির, বড় ম্যাচগুলো তারা এরই মধ্যে খেলে ফেলেছে। সামনে আর পয়েন্ট হারানোর শঙ্কা নেই বললেই চলছে। ক্লাবটির কর্মকর্তা জাতীয় দলের সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল আশাবাদী শিরোপা লড়াইয়ে থাকবে তাঁর দল, ‘তিন বড় ম্যাচ থেকে ৫ পয়েন্ট হারিয়ে আমরা পিছিয়ে পড়েছি। তবে প্রথম লিগে আমাদের সামনে আর বড় প্রতিপক্ষ নেই। অন্য বড় দলগুলো যখন পয়েন্ট হারাবে, আমরা তখন সব ম্যাচ জিতব আশা করি।’