১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ইমরানুর

বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমানছবি : প্রথম আলো

কদিন আগেই লন্ডনে ঘরোয়া একটি প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেছেন ১০.১১ সেকেন্ড। আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন স্বীকৃত ওই প্রতিযোগিতার টাইমিং স্বপ্ন দেখতে সাহস জোগাচ্ছে ইমরানুর রহমানকে।

তবে আজ হাংজু এশিয়ান গেমসে নিজের হিটে ওই টাইমিংয়ের ধারেকাছেও যেতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব। তাতে অবশ্য হিট পেরোতে সমস্যা হয়নি তাঁর। হিটে তৃতীয় হয়ে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব। সময় নিয়েছেন ১০.৪৪ সেকেন্ড।

একই হিটে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ লালু জোহরি, সময় নিয়েছেন ১০.২২ সেকেন্ড। ১০.২৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় কাতারের ফেমি ওগোনোদ। তাঁদের চেয়ে অনেকটা পেছনেই ছিলেন ইমরানুর। হাংজু এশিয়ান গেমসের মূল ভেন্যু অলিম্পিক স্পোর্টস সেন্টারে কাল রাতে ৫ নম্বর হিটে ৯ নম্বর লেনে ছিলেন তিনি।

হিটে তৃতীয় হয়ে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব
ছবি: বিওএ

গেমসের নিয়ম অনুযায়ী পাঁচ হিটের প্রথম ৪ জন করে ২০ জন এবং বাকি ২০ জনের মধ্যে সর্বোচ্চ টাইমিংধারী ৪ জন খেলবেন সেমিতে। ২৪ স্প্রিন্টার আগামীকাল সেমিফাইনালে লড়বেন। সেমিফাইনালে আরও ভালো টাইমিং করে ফাইনালে ওঠার আশাবাদ জানিয়েছেন ইমরানুর। হাংজু থেকে বাংলাদেশ অ্যাথেলটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব প্রথম আলোকে বলেন, ‘হিটে ভালো টাইমিং না হলেও ইমরানুর তার সেরাটা জমিয়ে রেখেছে সেমিফাইনালের জন্য। আশা করি, সে সেমিতে আরও ভালো টাইমিং করে ফাইনালে উঠবে। ফাইনালে ওঠার ব্যাপারে ইমরানুর আত্মবিশ্বাসী।’

আরও পড়ুন

অপর দিকে আন্তর্জাতিক পদকজয়ী শুটার আবদুল্লাহ হেল বাকি আজ তাঁর ইভেন্টে কোনো লড়াই করতে পারেননি। পিঠে ব্যথার কারণে বেশি সময় রাইফেল রাখতে পারেন না হাতে। এ কারণে এবার নিজের প্রিয় ১০ মিটার এয়ার রাইফেল ছেড়ে এশিয়াডে ৫০ মিটার এয়ার রাইফেলে খেলেছেন বাকি। কিন্তু ১০ মিটার এয়ার রাইফেলে কমনওয়েলথ গেমসে দুটি রুপা বিজয়ী বাকি এশিয়াডে ৫০ মিটার রাইফেলে ৫৪ জন শুটারের মধ্যে ৩৬তম হয়েছেন। স্কোর ৫৭০। রবিউল ইসলাম ৩৪তম (৫৭১)। শোভন চৌধুরী ৪২তম (৫৬৪)। ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে বাংলাদেশ দলগত বিভাগে ১৭০৫ স্কোর করে ১৪তম। ১৭৬৯ স্কোর করে ভারত সোনা জিতেছে।

বাংলাদেশের দুই গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেনও বেশ পিছিয়ে আছেন গলফ কোর্সে। দ্বিতীয় রাউন্ডে পারের সমান শট খেলেছেন দুজনই। সিদ্দিকুর ৭২ শটে দ্বিতীয় রাউন্ড শেষ করেন। দুই রাউন্ড শেষে পারের চেয়ে সাত শট কম খেলেছেন সিদ্দিকুর। তাঁর অবস্থান ২৫তম স্থানে। জামাল আছেন ৪০ নম্বরে।

নারী দলগত ফেন্সিংয়ের সাবরে ইভেন্টে হংকংয়ের কাছে ৪৫-১৭ পয়েন্টে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রি কোয়াটার ফাইনালে বাংলাদেশের তিন ফেন্সার ছিলেন ফাতেমা মুজিব, রোকসানা খাতুন ও ফারজানা ইয়াসমিন। শুধু ফারজানা ইয়াসমিন একটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছেন। নারী ৫০ মিটার বাটারফ্লাই দিয়ে শেষ হয়েছে সাঁতার দলের সব ইভেন্ট। সোনিয়া আক্তার হিটে সময় নিয়েছেন ৩১.৭৪ সেকেন্ড। ৩১ জনের মধ্যে ২৭তম হয়ে হিট থেকেই বাদ পড়েছেন সোনিয়া।

আরও পড়ুন