কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থন জানিয়ে সে দেশের পতাকা উড়িয়েছিলেন প্রচুর বাংলাদেশি দর্শক। কিন্তু বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে সেই আর্জেন্টিনার পক্ষে কোনো সমর্থকই খুঁজে পাওয়া গেল না স্টেডিয়ামের গ্যালারিতে!
পল্টন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পোল্যান্ডকে হারানো বাংলাদেশ আজও তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়। লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে ৭২-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে। পুরো ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৬টি লোনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ করেছে বাংলাদেশের রেইডাররা। আর্জেন্টিনার খেলোয়াড়েরা মূলত পেশাদার কাবাডি খেলোয়াড় নন। এদের মধ্যে কেউ তায়কোয়ান্দো খেলোয়াড়, কেউ কুস্তিগীর, কেউ আবার ফুটবলার। এমন অপেশাদার দলের বিপক্ষে জয়টা অনুমিতই ছিল।
সহজ জয়ের পর তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাংলাদেশ দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াত, ‘আসলে আর্জেন্টিনা একেবারে অনভিজ্ঞ একটা দল। এই দলের বিপক্ষে আমরা পরিকল্পনামতোই জিতেছি। ছেলেরা খুবই ভালো খেলছে প্রতিটি ম্যাচেই। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হব আমরা।’
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মিজানুর রহমান। বাংলাদেশ পুলিশের এই রেইডার ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন করেন। বিশ্বকাপের সময় রাত জেগে খেলা দেখেছেন। বাড়িতে উড়িয়েছেন আর্জেন্টিনার পতাকা। আজ আর্জেন্টিনাকে হারিয়ে একটু মন খারাপই ছিল মিজানুরের, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি তখন ভালো লেগেছে। কিন্তু ফুটবলের প্রসঙ্গ মনে পড়তেই একটু কষ্ট পেয়েছি। কারণ, আমি আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন করি। নিজের দেশে ওদেরকে হারিয়ে দিয়েছি।’ ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার খেলোয়াড়দের কাছে গিয়ে জানিয়েছেন নিজের সমর্থনের কথা, ‘প্রথমে বলেছি আমি ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন করি। এরপর ম্যারাডোনার কথা বলেছি। তখন ওরা বলে, নো ম্যারাডোনা। মেসি, মেসি..।’
বাংলাদেশের খেলোয়াড়ের অভিজ্ঞতার কাছেই হেরেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সেটা মানলেন আর্জেন্টিনার অধিনায়ক রাফায়েল ডি জেসুস আকেভেডো, ‘বাংলাদেশ অনেক শক্তিশালী প্রতিপক্ষ। তা ছাড়া আমরা সবাই নিয়মিত কাবাডি খেলি না। আমি নিজেও একজন তায়কোয়ান্দো খেলোয়াড়। বাংলাদেশের খেলোয়াড়দের অভিজ্ঞতা ও কৌশলের সঙ্গে পেরে উঠিনি আমরা।’
গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ১৬ মার্চ, প্রতিপক্ষ নেপাল।