ইউরোপীয় অ্যাথলেটিকসে ধারাভাষ্য দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

এ বছরের ইউরোপিয়ান অ্যাথলেটিকস টিম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে পোল্যান্ডেটুইটার থেকে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খেলার জগতেরও অংশ হতে যাচ্ছে। ইউরোপীয় অ্যাথলেটিকস টিম চ্যাম্পিয়নশিপে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ধারাভাষ্যে ব্যবহার করা হবে বলে ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)।

ব্রিটিশ ধারাভাষ্যকার ও সাবেক অ্যাথলেট হানাহ ইংল্যান্ডের ক্লোনকৃত কণ্ঠস্বর এ ধারাভাষ্যের কাজে ব্যবহৃত হবে। একটি লাইভ ব্লগকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিণত করা হবে অডিও স্ট্রিমে।

ইউরোপিয়ান অ্যাথলেটিকসের ওয়েবসাইটে বলা হয়েছে, ইউরোপের ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই প্রথম।

হানাহ ব্যাপারটি নিয়ে খুবই রোমাঞ্চিত। তিনি ওয়ান স্পোর্টসকে বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খেলাপ্রেমীদের জন্য যে কনটেন্ট তৈরি করা হবে, সেটির সঙ্গে থাকতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’ ২০ থেকে ২৫ জুন পোল্যান্ডের সিলেসিয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২০১৪ জুরিখে ইউরোপিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেন হানাহ ইংল্যান্ড
ইউরোপিয়ান অ্যাথলেটিকস

ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এক বিবৃতিতে বলছে, ‘এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বশেষ এই প্রযুক্তি ব্যবহার করে দেখা হবে, এটি কীভাবে নির্দিষ্ট তত্ত্বাবধানের মধ্যে খেলাপ্রেমীদের খেলা অনুসরণের আরও বিকল্প সৃষ্টি করতে পারে।’

আরও পড়ুন

কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের কল্পনা। কিন্তু ডিজিটাল দুনিয়ায় মানুষ এখন এমনভাবে সম্পৃক্ত যে সেখানে বিপুল পরিমাণ তথ্যভান্ডার তৈরি হয়ে গেছে অনেক আগেই। সেই তথ্যভান্ডারকে প্রক্রিয়াজাত করার মতো প্রযুক্তিও মানুষের হাতে এসে গেছে। প্রযুক্তিবিদেরা এমনভাবে পুরো বিষয়টি তৈরি করেছেন, যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অনেক বিষয়ই এখনো অজানা। সবাই এখন এআইয়ের অজানা বিষয়গুলো জানতে কাজ করে যাচ্ছে।

খেলার দুনিয়ায় এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনে (এনবিএ) কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খেলোয়াড়দের স্বাস্থ্যগত তথ্যভান্ডার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা খেলোয়াড়দের বিভিন্ন চোট ও ফর্মের বিষয়ে আগাম সতর্কতা দিচ্ছে দলগুলোকে। খেলাধুলার বিভিন্ন কৌশল তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভালোভাবেই কাজে লাগানোর সুযোগ আছে।

আরও পড়ুন