তুরস্কে টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ পুরুষ টেবিল টেনিস দলের কোয়ার্টার ফাইনালে ওঠার উচ্ছ্বাসছবি: সংগৃহীত

তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে আশা জাগিয়েও গতকাল পদক জিততে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে হয়েছেন ষষ্ঠ। বাংলাদেশের অ্যাথলেটের সে হতাশা পেছনে ফেলে আজ কোয়ার্টার ফাইনালে উঠেছে টেবিল টেনিস পুরুষ দল।

প্রি–কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ পুরুষ দল ৩-২ সেটে হারিয়েছে মালদ্বীপকে। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় শুরু হবে বাংলাদেশ দলের সেমিফাইনালে ওঠার লড়াই।

মালদ্বীপকে হারিয়ে শেষ আটে বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের মুহতাসিন আহমেদ ও রামহিম লিয়ন বম এককে পরপর দুটি জয় তুলে নেন। দুটি ম্যাচই নিষ্পত্তি হয়েছে ৩-০ গেমে। এরপর দ্বৈতে মালদ্বীপের কাছে ১-৩ গেমে হারে বাংলাদেশ। এককেও মুহতাসিন হেরে যান ৩-০ গেমে। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। নাটকীয়তার শেষ ম্যাচে রিফাত সাব্বির জয় তুলে নেন ৩-০ গেমে।

পরপর দুটি আন্তর্জাতিক গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল। সর্বশেষ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া সাতটি খেলার মধ্যে শুধু টেবিল টেনিস দলই নিজেদের যোগ্যতায় সরাসরি খেলতে যায়। যদিও অন্য দলগুলোর মতো তেমন সুযোগ–সুবিধাও পায়নি ঢাকায়। অনুশীলনের জন্য ঘুরতে হয়েছে যাযাবরের মতো এখানে–সেখানে।

পল্টনের শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর ইনডোরে সংস্কারকাজ চলায় কখনো জাতীয় ক্রীড়া পরিষদের নতুন ভবনের ছোট বারান্দায় অনুশীলন করেছেন। কখনো কারও ‘ব্যক্তিগত’ ইনডোরে করেছেন অনুশীলন। তবু প্রস্তুতিতে ঘাটতি রাখেননি। আর সেটারই ফল যেন মিলছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। এবারের ইসলামিক গেমসে ১১টি খেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ।