বিশ্ব জুনিয়র দাবায় মননের ড্র, তাহসিন পেলেন ওয়াকওভার
বিশ্ব অনূর্ধ্ব-২০ জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা। মন্টেনেগ্রোর পেত্রোভাকে গতকাল মঙ্গলবার শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মননের প্রতিপক্ষ ছিলেন স্পেনের হুনকোসা পাদ্রোস, যিনি কোনো খেতাব পাননি এখনো। তাঁর রেটিং ২০৮৮। মননের রেটিং ২৪৩১। সব দিক থেকে এগিয়ে থাকা মনন এই ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে টেবিলে বসে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেছেন।
বাংলাদেশের আরেক দাবাড়ু ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২৩) ওয়াকওভার পেয়েছেন প্রথম রাউন্ডে। স্বাগতিক মন্টেনেগ্রোর নন–রেটেড দাবাড়ু ৯ বছর বয়সী রোদাভিচ রেলজা খেলতেই আসেননি। ফলে পুরো পয়েন্ট নিয়েই শুরু করলেন তাহসিন।
১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এই টুর্নামেন্ট গতকাল বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয়ে রাত তিনটায় শেষ হয়। আজ একই সময়ে দ্বিতীয় রাউন্ড শুরু হবে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে সরাসরি গ্র্যান্ডমাস্টার খেতাব পাওয়ার সুযোগ থাকছে। রানারআপ ও তৃতীয় হওয়া দাবাড়ু সরাসরি আন্তর্জাতিক মাস্টার হতে পারেন। এ ছাড়া গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের সুযোগও আছে। বাংলাদেশের দুই খেলোয়াড়েরই লক্ষ্য নর্ম অর্জন। তাঁরা এই প্রথম বিশ্ব জুনিয়রে খেলছেন।