বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার কাবাডিতে

বাংলাদেশ নারী কাবাডি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান (বাঁ থেকে দ্বিতীয়)ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে হবে এই টুর্নামেন্ট।

বাংলাদেশ দল দেশ ছাড়বে আগামী শনিবার। এই সিরিজের জন্য বাংলাদেশ নারী কাবাডি দলের পৃষ্ঠপোষক হয়েছে বিপিএল ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

শুধু তা-ই নয়, ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান চাইছেন কাবাডির সঙ্গে তাঁদের সম্পর্কটা আরও দীর্ঘ করতে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে নেপাল সফরের দল ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এই খেলার সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। বাংলাদেশ ভালো করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’

সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ঢাকায় ফ্র্যাঞ্চাইজি কাবাডি শুরুর আভাস দিয়ে বলেছেন, ‘ফরচুন বরিশালের মালিক যেহেতু এখানে এসেছেন, ধরে নিতে হবে এটা আমাদের আগাম বার্তা। ফ্র্যাঞ্চাইজি কাবাডি বাংলাদেশে হবে। একটা মডেল দাঁড় করানোর চেষ্টা চলছে।’

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি কাবাডিতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মিজানুর রহমান
ছবি: সংগৃহীত

মিজানুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি কাবাডি আবার শুরু হলে পাশে থাকবেন তাঁরা, ‘ফ্র্যাঞ্চাইজি কাবাডি শুরু হলে এটা হবে কাবাডির জন্য ভালো খবর। বেশি দল না হোক প্রথম বছর চারটা দল নিয়েই শুরু করা যাক। তবে বিপিএল শুরুর কমপক্ষে এক মাস আগে ফ্র্যাঞ্চাইজি কাবাডি আয়োজন করার কথা বলব আমি।’

নেপালের বিপক্ষে শাহনাজ পারভীনের দল প্রথম ম্যাচ খেলবে ২০ এপ্রিল। ২১ ও ২২ এপ্রিল পরপর দুটি ম্যাচ খেলার পর একদিন বিরতি দিয়ে ২৪ ও ২৫ এপ্রিল হবে সিরিজের শেষ দুটি ম্যাচ। ২৬ এপ্রিল দেশে ফিরবে বাংলাদেশ নারী কাবাডি দল।