প্রেমিকাকে খুন করা ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াস মুক্তি পাচ্ছেন প্যারোলে

২০১৩ সালে প্রিটোরিয়ার একটি আদালতে অস্কার পিস্টোরিয়াস, যিনি আগামী বছরের জানুয়ারিতে প্যারোলে মুক্তি পাচ্ছেনএএফপি

প্যারোলে মুক্তি পাচ্ছেন প্রেমিকাকে খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্যারা অলিম্পিক চ্যাম্পিয়ন অস্কার পিস্টোরিয়াস। ২০১৪ সালে প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে খুনের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল তাঁকে। আগামী ৫ জানুয়ারি প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন পিস্টোরিয়াস, আজ এই খবর জানিয়েছে দক্ষিণ আফ্রিকার কারেকশনাল সার্ভিসেস (ডিএসসি)।

ডিএসসির একজন মুখপাত্র বলেছেন, ‘ডিএসসি নিশ্চিত করছে যে জনাব অস্কার লিওনার্দ কার্ল পিস্টোরিয়াসের প্যারোল আবেদনের কথা, যেটি ২০২৪ সালের ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। পিস্টোরিয়াস তাঁর সাজার বাকি অংশ সংশোধনী বিভাগের অধীন শেষ করবেন।’

কার্বন-ফাইবারের তৈরি কৃত্রিম পা দিয়ে দৌড়ানো ‘ব্লেড রানার’ নামে খ্যাত পিস্টোরিয়াসকে এক সময় ভাবা হতো ‘নায়ক’। এরপর খুনের অভিযোগে প্রায় এক দশক আগে আলোচনায় আসেন তিনি।

২০১৩ সালের ভালোবাসা দিবসের ভোরে বাথরুমের দরজা দিয়ে চারবার গুলি করে প্রেমিকা স্টিনক্যাম্পকে খুন করেন পিস্টোরিয়াস। শুরুতে ২০১৪ সালে উচ্চ আদালতের এক রায়ে অনিচ্ছাকৃত হত্যার দায়ে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাঁকে। তবে আপিলের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সুপ্রিম কোর্ট তাঁকে জেনেবুঝে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করেন।

২০১২ লন্ডন প্যারাঅলিম্পিকে পিস্টোরিয়াস
এএফপি

২০১৬ সালে ছয় বছরের জন্য কারাগারে পাঠানো হয় তাঁকে, যদিও বাদীপক্ষ থেকে সর্বনিম্ন ১৫ বছরের শাস্তির আবেদন করা হয়েছিল। ২০১৭ সালে পিস্টোরিয়াসের শাস্তি বাড়িয়ে ১৩ বছর ৫ মাস করা হয়। সে সময় বলা হয়েছিল, পিস্টোয়ারিয়াসের শাস্তি ‘আশ্চর্যজনকভাবে কম’ হয়ে গেছে।

স্টিনক্যাম্পের মা পিস্টোরিয়াসের প্যারোলের বিপক্ষে না হলেও বলেছেন, সাবেক এ অ্যাথলেট যথেষ্ট পরিমাণে অনুশোচনা প্রকাশ করেননি। প্যারোল বোর্ডকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘পুনর্বাসনের জন্য কাউকে সৎ থেকে নিজের অপরাধের সত্যতা ও এর প্রভাব মেনে নিতে হয়। যদি সত্যিকে পুরো মেনেই না নেয়, তাহলে কেউ বলতে পারে না যে তার অনুশোচনা হচ্ছে।’

২০১৪ সালে প্রিটোয়ারিয়ার উচ্চ আদালতে পিস্টোরিয়াস
এএফপি

স্টিনক্যাম্পকে রাগের বশে খুনের দায় পিস্টোরিয়াস স্বীকার করেননি। তিনি বলেছিলেন, অনাহুত কাউকে ভেবে তিনি গুলি ছুড়েছিলেন। সে সময় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মাঝেমধ্যে আমারও মনে হয়, অন্য একজনের জীবন নিয়ে নেওয়ার কারণে আমার বেঁচে থাকার অধিকার নেই। কিন্তু আমার সমস্যা জেনেবুঝে খুনের অভিযোগ নিয়ে।’

৩৭ বছর বয়সী পিস্টোরিয়াস আজ প্রিটোয়ারিয়ায় প্যারোল বোর্ডের সামনে হাজির হন। গত আট মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্যারোল আবেদন করলেন পিস্টোরিয়াস। এর আগে গত মার্চে এমন আবেদন করেছিলেন তিনি। যদিও প্যারোলে মুক্তি পাওয়ার মতো যথেষ্ট সময় শাস্তি ভোগ করেননি, বোর্ড এমন মনে করেছিল। তবে আদালত এরপর রায় দেন, সেটি ভুল ছিল। এরপর নতুন শুনানির পথ খুলে যায় পিস্টোরিয়াসের জন্য।