ঢাকায় এশিয়ান ট্যুর গলফে সিদ্দিকুরের দারুণ দিন

দ্বিতীয় রাউন্ডে জ্বলে উঠেছেন সিদ্দিকুরছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে অনেকটা নীরবে ঢাকায় হচ্ছে এশিয়ান ট্যুর গলফ। এশিয়ার অন্যতম বড় এই গলফ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে গতকাল সেভাবে সুবিধা করতে পারেননি ‘লোকাল হিরো’ সিদ্দিকুর রহমান। তবে আজ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিদ্দিকুর ১২তম স্থান থেকে উঠে এসেছেন দুইয়ে। স্বপ্ন দেখছেন এশিয়ান ট্যুরের চতুর্থ শিরোপা জেতার।

প্রথম রাউন্ডে গতকাল সিদ্দিকুর পারের চেয়ে দুই শট কম খেলে লিডারবোর্ডের ১২তম স্থানে ছিলেন। প্রথম রাউন্ডে ৩টি বগি ও ৫টি বার্ডি করেন তিনি। দ্বিতীয় রাউন্ডে আজ ছন্দে ফিরেছেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে ৭ শট কম। এ রাউন্ডে ৬টি বার্ডি ও ১টি বগি করেন বাংলাদেশের সেরা গলফার।

আর পারের চেয়ে ৯ শট কম খেলে শীর্ষে আছেন থাইল্যান্ডের গলফার ইত্তিপাত বুরানাতানিয়ারাত। সেরা দশের মধ্যে আছেন বাংলাদেশের দুই গলফার জামাল হোসেন মোল্লা ও বাদল হোসেন। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৫ শট কম খেলে তিনজনের সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে জামাল হোসেন। আর পারের চেয়ে ৪ শট কম খেলে ছয়জনের সঙ্গে যুগ্মভাবে অষ্টম স্থানে বাদল হোসেন।      

সিদ্দিকুরের আরকেটি আত্মবিশ্বাসী শট
ছবি: সংগৃহীত

আজ যেভাবে খেলেছেন, বাকি দুই রাউন্ডও সেভাবে খেলতে চান সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ড শেষে বলেছেন, ‘সত্যি একটা ভালো দিন কেটেছে। একটু চাপে ছিলাম। তবে আমি নিজের খেলার দিকে মনোযোগ দিয়েছি। বাকি দুই দিনও এভাবে খেলতে চাই। বাকিটা কী হবে আমি জানি না।’

সিদ্দিকুরের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন থাইল্যান্ডের কোসুকে হামামোতো। দিন শেষে নিজের খেলা নিয়ে বলেন, ‘আজ খুবই দুর্দান্ত একটা রাউন্ড কেটেছে আমার। বেশ কিছু ভালো শট খেলেছি। ভালো সেভও করেছি। আমার খেলা নিয়ে খুব খুশি আছি। কোচ যে সঠিক নির্দেশনা নিয়ে কাজ করেছেন, সেটা থেকে সাফল্য পাচ্ছি।

সপ্তাহ শেষে আমি শুধুই উপভোগ করব এটা। এরই মধ্যে আমি কার্ড নিশ্চিত করেছি, যেটা কয়েক মাস আগেও সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল আমার জন্য। কিন্তু এখন আমি নিশ্চিন্ত এবং কাল খেলাটা শুধুই উপভোগ করতে চাই।’

প্রথম রাউন্ড শেষে শীর্ষে থাকা থাইল্যান্ডের ইত্তিপাত বুরানাতানিয়ারাত তাঁর অবস্থান ধরে রেখেছেন। তিনিই আছেন শীর্ষে।