তুরস্কে স্কোর কমেছে রোমান সানাদের

ফ্রান্সের বিশ্বকাপের চেয়ে স্কোর কমেছে রোমান সানারফাইল ছবি

অ্যাথলেটিকস, সাঁতার, জিমন্যাস্টিকসে আশা জাগিয়েও পদক জেতা হয়নি বাংলাদেশের। শুধু সম্ভাবনার আর্চারির দিকেই চেয়ে আছে বাংলাদেশ। তুরস্কের কনিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসে আজ থেকে শুরু হয়েছে আর্চারি।

প্রথম দিনে হয়েছে র‌্যাঙ্কিং রাউন্ড। এই রাউন্ডের পারফরম্যান্সের বিচারেই মূলত নির্ধারণ হয়ে থাকে সহজ নাকি কঠিন প্রতিপক্ষ পাবেন একজন আর্চার। অবশ্য র‌্যাঙ্কিং রাউন্ডে ছেলেদের রিকার্ভ ইভেন্টে আশাবাদী হওয়ার মতো স্কোর করতে পারেননি রোমান সানা, হাকিম আহমেদরা।

গত জুনে ফ্রান্সে আর্চারি বিশ্বকাপে অংশ নেন রোমানরা। এরপর খেলছেন তুরস্কে এবারের ইসলামিক সলিডারিটি গেমসে। ফ্রান্সের তুলনায় রিকার্ভে ছেলেদের ইভেন্টে বাংলাদেশের সবার স্কোরে অবনতি হয়েছে।

৭২০ পয়েন্টের মধ্যে আজ রোমান করেছেন ৬৪৪ স্কোর। ৪৯ জনের মধ্যে রোমান হয়েছেন ১১তম। এই ইভেন্টে ৬৮৭ পয়েন্ট করে প্রথম হয়েছেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী তুরস্কের আর্চার মেতে গাজজ।

তুরস্কে পঞ্চম হয়েছেন রোকসানা আক্তার
ছবি: সংগৃহীত

প্রথম রাউন্ডে অবশ্য রোমান বাই পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন আইভরি কোস্টের আইনি ফ্রাঙ্কের। রোমানকে টপকে মাত্র এক পয়েন্ট বেশি করেছেন (৬৪৫ পয়েন্ট) হাকিম আহমেদ। তিনিও বাই পেয়ে খেলবেন দ্বিতীয় রাউন্ডে।

এই রাউন্ডে হাকিমের প্রতিপক্ষ কুয়েতের তাহা আবদুল্লাহ। হাকিমের স্কোরেরও অবনতি হয়েছে। ফ্রান্সে হাকিম করেন ৬৫৮ পয়েন্ট, এবার ১৩ পয়েন্ট কম মেরেছেন তিনি। ফ্রান্সের তুলনায় ৩০ পয়েন্টে স্কোর কমেছে সাগর ইসলামের।

ফ্রান্সে যেখানে ৬৫৯ করেছিলেন সাগর, সেখানে তুরস্কে আজ করেছেন ৬২৯। প্রথম রাউন্ডে অবশ্য জয় পেয়েছেন সাগর। তিনি সুদানের খালিদ রাশেদকে হারিয়েছেন ৬-০ সেটে। দ্বিতীয় রাউন্ডে সাগর খেলবেন ইরানের সাদেগ আশরাফির বিপক্ষে।

মেয়েদের কম্পাউন্ড ইভেন্টে শুরুটা দুর্দান্ত ছিল রোকসানা আক্তারের। প্রথম দফায় ৩৬০ পয়েন্টের মধ্যে ৩৫১ স্কোর করে ছিলেন শীর্ষে। কিন্তু পরের দফায় করেন মাত্র ৩৩১। সব মিলিয়ে ৬৮২ পয়েন্ট করে রোকসানা র‌্যাঙ্কিং রাউন্ডে হয়েছেন পঞ্চম।

এর আগে রোকসানা সর্বশেষ খেলেন গত মার্চে থাইল্যান্ডে। এশিয়া কাপের ওই টুর্নামেন্টে রোকসানা করেছিলেন ৬৬৪। সেবার ওই একই টুর্নামেন্টে শ্যামলী করেন ৬৭৩ পয়েন্ট। আজ শ্যামলী ৬৮০ পয়েন্ট করে ষষ্ঠ হয়েছেন। ৬৭২ পয়েন্ট পাওয়া পুষ্পিতা জামান হয়েছেন অষ্টম।

তুরস্কে ষষ্ঠ হয়েছেন শ্যামলী রায়
ছবি: সংগৃহীত

প্রথম রাউন্ডে পুষ্পিতার প্রতিপক্ষ মালয়েশিয়ার হালিমা নূর। রোকসানা ও শ্যামলী দুজনই বাই পেয়ে খেলবেন দ্বিতীয় রাউন্ডে। এই রাউন্ডে রোকসানা মুখোমুখি হবেন তুরস্কের ইলদিও সেভিমের। শ্যামলী খেলবেন ইরানের বাইবরদি গীসার বিপক্ষে।

বাংলাদেশ অবশ্য এরই মধ্যে একটা পদক নিশ্চিত করেছে। মেয়েদের কম্পাউন্ডের দলগত ইভেন্টে খেলছে শুধু তুরস্ক ও বাংলাদেশ। তাই এই ইভেন্টে অন্তত রুপা জয় নিশ্চিত বাংলাদেশের।