কাতারে ২৭ কোটি টাকার টুর্নামেন্টে খেলা নিয়ে শঙ্কা সিদ্দিকুরের

গলফার সিদ্দিকুর রহমানছবি: প্রথম আলো

আগামীকাল থেকে কাতারে শুরু হবে ইন্টারন্যাশনাল সিরিজ কাতার। দোহা গলফ ক্লাবে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রাইজমানি ২৫ লাখ ইউএস ডলার। বাংলাদেশি অঙ্কে যা প্রায় ২৭ কোটি।

কিন্তু এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেও এখনো ওমানেই আটকে আছেন সিদ্দিকুর রহমান। ভিসা না পাওয়ায় কাতারে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তাঁর।

ওমান থেকে মুঠোফোনে সিদ্দিকুর প্রথম আলোকে বলছিলেন, ‘আমি এখনো ওমানে আটকে আছি। এখনো কাতারের ভিসা পাইনি। অন অ্যারাইভাল ভিসা নিতে সমস্যা হচ্ছে। কখন ভিসা হাতে পাব জানি না। চেষ্টা করছি দ্রুত ভিসা পাওয়ার।’

আরও পড়ুন

এর আগে ২–৫ ফেব্রুয়ারি জেদ্দায় পিআইএফ সৌদি ইন্টারন্যাশনাল গলফ টুর্নামেন্টে অংশ নেন সিদ্দিকুর। এই টুর্নামেন্টের প্রাইজমানি ছিল ৫০ লাখ ইউএস ডলার। বাংলাদেশি অঙ্কে যার পরিমাণ ৫২ কোটি ৮১ লাখ ৮৬ হাজার টাকা।

এই টুর্নামেন্টে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি তিনি। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৪ শট বেশি খেলে ৬৯তম হয়ে টুর্নামেন্ট শেষ করেন।

সৌদি আরবের টুর্নামেন্টে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি সিদ্দিকুর
ছবি: সংগৃহীত

এরপর ৯–১২ ফেব্রুয়ারি ওমানে সিদ্দিকুর অংশ নেন ওমান ইন্টারন্যাশনাল সিরিজে। এই টুর্নামেন্টের প্রাইজমানি ছিল ২০ লাখ ইউএস ডলার। বাংলাদেশি অঙ্কে যার পরিমাণ প্রায় ২১ কোটি ৪৬ হাজার টাকা।

কিন্তু সেখানেও হতাশ করেন সিদ্দিকুর। এই টুর্নামেন্টে তিনি পারের চেয়ে ৬ শট বেশি খেলে হয়েছেন ছয়জনের সঙ্গে যুগ্মভাবে ৫২তম।

আরও পড়ুন