অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

প্রতীকী ছবিপ্রথম আলো

দুই দিন আগে একই প্রতিযোগিতার সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের ছেলেরা। আজ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে মেয়েরাও সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে মেয়েদের জন্য এই প্রাপ্তিটা একটু বেশিই মর্যাদারা। কারণ, এবারই প্রথম এশিয়া কাপ খেলতে গেছে তারা। আর প্রথমবারই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে।

আজ চীনের দাজহুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কাটল তারা। পুল ‘এ’–তে থাকা চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। একে আছে জাপান। তাদের পয়েন্ট ৯।

যদিও মেয়েদের শুরুটা হয়েছিল জাপানের কাছে ১১-০ গোলে হেরে। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় তারা। তাতেই সেমিফাইনালের আশা টিকে থাকে।

এদিন হংকংয়ের বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে গোলের দেখা পায়নি বাংলাদেশ। ৩৪ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন কণা আক্তার। একই কোয়ার্টারে আইরিন রিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ। শেষ কোয়ার্টারে হংকং ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালালেও লাভ হয়নি। উল্টো ৫৭ মিনিটে অধিনায়ক সারিকা সাফা পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন