হকি নিয়ে মাহমুদউল্লাহর স্মৃতি, খেললে যে পজিশন হতো নুরুলের

ফ্র্যাঞ্চাইজি হকি লিগের লোগো উন্মোচন অনুষ্ঠান ঘিরে তারার মেলা বসেছিলসংগৃহীত

ক্রিকেটে তিনি উইকেটকিপার-ব্যাটসম্যানই। নুরুল হাসান হকি খেললেও নাকি গোলপোস্টই আগলাতেন! আজ শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার আইসিবি হলে হয়ে গেল ফ্র্যাঞ্চাইজি হকি লিগের লোগো উন্মোচন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে এসে নিজের এমন ইচ্ছার কথা জানিয়েছেন নুরুল। আর মাহমুদউল্লাহ বললেন, স্কুলজীবনে একবার হকির ট্রায়ালে যাওয়ার কথা।

ফ্র্যাঞ্চাইজি হকি লিগের লোগো উন্মোচন অনুষ্ঠান ঘিরে যেন তারার মেলা বসেছিল। শুভেচ্ছাদূত হয়ে নুরুল ছাড়াও এসেছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার ও সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। এ ছাড়া ছিলেন বাংলাদেশের আর্চারির পোস্টারবয় রোমান সানা, জাতীয় ব্যাডমিন্টনের সাবেক দুই চ্যাম্পিয়ন দম্পতি এনায়েত উল্লাহ খান ও এলিনা সুলতানা। সম্প্রতি আলোচিত বাংলা সিনেমা ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষিও এসেছিলেন এ অনুষ্ঠানে।

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। ক্রিকেটার হলেও হকি পছন্দের খেলা নুরুলের, ‘হকি খেলাটা অনেক মজার। কিন্তু অনেক কঠিন। আমার কাছে বেশ ভালোই লাগে। হকিস্টিক হাতে নিলে আলাদা একটা শক্তি চলে আসে।’ যদি হকি খেলতেন, তাহলে কোন পজিশনে খেলতেন, এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে জাতীয় টি-টোয়েন্টি দলের সহ–অধিনায়ক বলেন, ‘কখনো হকি খেলিনি, তবে যদি হকি খেলতাম, তাহলে গোলকিপারই হতাম।’

ফ্র্যাঞ্চইজি এই হকি লিগ দিয়ে হকির হারানো গৌরব ফিরবে বলেও আশা নুরুলের, ‘বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি হকি লিগ হচ্ছে। এই লিগ দিয়ে অনেক উদীয়মান খেলোয়াড় উঠে আসবে। আমাদের বিপিএল আয়োজনের পর ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। এই লিগের মাধ্যমে হকিরও অনেক উন্নতি হবে। হকি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে আছে। আশা করি, বাংলাদেশ দ্রুতই হকিতে বিশ্বকাপে খেলবে।’
নুরুলের মতো হকি নিয়ে নিজের আশার কথা জানিয়েছেন মাহমুদউল্লাহও।

হকি নিয়ে নিজের আশার কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ, রোমান সানারা
সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেও দলকে শুভকামনা জানাতে ভোলেননি। হকির অনুষ্ঠানে গিয়ে এ খেলা নিয়ে নিজের একমাত্র স্মৃতির কথাও জানিয়েছেন, ‘হকি নিয়ে একটাই স্মৃতি, ক্লাস সেভেন-এইটে থাকতে একটা স্কুল টুর্নামেন্ট ছিল। বাছাইয়ের জন্য দু-এক দিন গিয়েছিলাম। তখনই হয়তো হকি স্টিক নাড়াচাড়া করা হয়েছে। এটাই হকি নিয়ে আমার স্মৃতি। (বাছাইয়ে) টিকিনি দেখে এখনো, আলহামদুলিল্লাহ, ক্রিকেটে আছি।’

আরও পড়ুন

নুরুল-মাহমুদউল্লাহর মতো হকির সুদিনের আশায় রয়েছেন আর্চার রোমানও, ‘আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হলে প্রয়োজন বেশি বেশি টুর্নামেন্ট খেলা। আমরা আগে বছরে ৩-৪টি টুর্নামেন্ট খেলতাম। পৃষ্ঠপোষক তীর কোম্পানি আসার পর আর্চারির বিশ্বকাপে খেলেছি। আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে একটা বিষয় বুঝেছি যে ওরা পারলে আমরা কেন নই? যদি হকি ফেডারেশন এ লিগের আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখে, তাহলে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আরও ওপরে উঠবে। শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের তৈরি করাতে পারবে। আমাদের হকিও অনেক দূর এগিয়ে যাবে। ফিরে আসবে হকির সুদিন।’

যাঁদের জন্য এ আয়োজন, সেই হকি খেলোয়াড়েরা মাঠে নামতে মুখিয়ে আছেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য। জাতীয় দলের ডিফেন্ডার খোরশেদুর রহমান লিগ নিয়ে বেশ রোমাঞ্চিত, ‘আমরা এই লিগের জন্য অপেক্ষায় ছিলাম অনেক দিন। অবশেষে সেই স্বপ্ন সত্যি হচ্ছে। আমাদের হকির অগ্রযাত্রায় এই ফ্র্যাঞ্চাইজি লিগ বড় ভূমিকা পালন করবে। এখান থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করা হবে। জাতীয় দলে জায়গা পেতে হলে অনেক প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’

লোগো উন্মোচন অনুষ্ঠানের শুরুতে বড় পর্দায় দেখানো হয় হকি নিয়ে একটি প্রামাণ্যচিত্র। মোনার্ক মার্ট পদ্মা, একমি চট্টগ্রাম, সাইফ পাওয়ারটেক খুলনা, মেট্রো এক্সপ্রেস বরিশাল, ওয়ালটন ঢাকা ও রুপায়ন গ্রুপ কুমিল্লা—এই ছয় দল নিয়ে মওলানা ভাসানী স্টেডিয়ামে আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই হকি লিগ।