ফটো ফিচার: ঢেউ কেটে সার্ফিং ও চোখের সামনে বল

প্যারিস অলিম্পিকে গতকাল ছিল ১১তম দিন। পদক জয় এবং রেকর্ডের পাশাপাশি হাসি-কান্না ও হতাশার মিশ্রণে দিনটি কেটেছে। গতকাল এবং আজকের চিত্তাকর্ষক কিছু ছবি নিয়ে এই আয়োজন—
১ / ৮
ছেলেদের স্পোর্টস ক্লাইম্বিংয়ের সেমিফাইনালে ধাপ পাড়ি দিচ্ছেন অস্ট্রিয়ার ইয়াকব শুবার্ট। শূন্যে ঝুলে থাকার দারুণ দৃশ্যটি ধরা পড়ল ক্যামেরার ফ্রেমে
এএফপি
২ / ৮
দৌড়ের সঙ্গে দর্শকদের সঙ্গে হাত মেলানোও হয়ে গেল। মিক্সড ম্যারাথন রেস ওয়াকে স্পেনের মারিয়া পেরেজ
এএফপি
৩ / ৮
ছেলেদের ডাইভিংয়ে ৩ মিটার স্প্রিংবোর্ড সেমিফাইনালে চোখ ধাঁধানো ভঙ্গিতে চীনের সিয়ি জি
রয়টার্স
৪ / ৮
টেবিল টেনিসে ছেলেদের কোয়ার্টার ফাইনালে চীনের চুকিন ওয়াং। ক্যামেরার মাল্টিপল এক্সপোজার ব্যবহার করে ছবিটি তোলা হয়েছে
রয়টার্স
৫ / ৮
ম্যারাথনের মিশ্র রিলে রেসে সোনা জিতেছেন স্পেনের আলভারো মার্টিন ও মারিয়া পেরেজ। জয়ের পর পেরেজকে কোলে তুলে নিলেন মার্টিন
রয়টার্স
৬ / ৮
আইফেল টাওয়ারকে পেছনে রেখে মিশ্র ম্যারাথন রেস ওয়াকে ছুটছেন ইকুয়েডরের গ্লেন্ডা মোরেয়ন
এএফপি
৭ / ৮
ছেলেদের সার্ফিংয়ে রাউন্ড থ্রি-এর হিটে সাগরের নীল জলরাশির ওপর সার্ফিং করছেন ব্রাজিলের গ্যাব্রিয়েল মেদিনা
রয়টার্স
৮ / ৮
মেয়েদের টেবিল টেনিসের দলীয় কোয়ার্টার ফাইনালে অ্যাকশনে জার্মানির অ্যানেট কাউফমান। বলটা একদম চোখের সামনে
রয়টার্স