অলিম্পিকে ইতিহাস গড়ে ভারতের সোনা

নীরজ চোপড়া ভারতকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এনে দিলেন প্রথম সোনাছবি: রয়টার্স

অলিম্পিকে ভারতের হয়ে ইতিহাস গড়লেন জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে এই প্রথম সোনার পদক জিতল ভারত। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের পর এটি ভারতের প্রথম অলিম্পিক সোনা।

জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্বে ছুড়ে সোনা নিশ্চিত করেন নীরজ। অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যেকোনো ইভেন্টে সোনা দূরে থাক, এর আগে কখনোই পদক জেতেনি ভারত।

১৯০০ সালে প্রথমবার অলিম্পিকে অংশ নিয়েছিল ভারত। এরপর ১৯০৪ থেকে ১৯১২ পর্যন্ত অলিম্পিকে অনুপস্থিত ছিল তারা। ১৯২০ থেকে নিয়মিত অংশ নেওয়া। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক থেকে স্বাধীন দেশ হিসেবে অংশ নিচ্ছে ভারত। নীরজ চোপড়া দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকে ভারতকে ব্যক্তিগত সোনা উপহার দিলেন। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের হয়ে প্রথম ও আজকের আগপর্যন্ত একমাত্র ব্যক্তিগত সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা।

অভিনব বিন্দ্রার পর অলিম্পিকে ভারতকে প্রথম ব্যক্তিগত সোনা এনে দিলেন নীরজ
ছবি: রয়টার্স

চিন্তা ছিল জার্মানির জোহানেস ভেটারকে নিয়ে। যোগ্যতা অর্জন পর্বেও ভেটার ভালো কিছু করতে পারেননি। তবে অনেকেই মনে করেছিলেন, ফাইনালে তিনি নিজের আসল রূপ দেখাবেন। তবে ফাইনালে প্রথম তিন প্রচেষ্টার পরেই তিনি ছিটকে যান। লড়াইটা মূলত ছিল চেক প্রজাতন্ত্রের দুই থ্রোয়ারের সঙ্গে নীরজের। কিন্তু দুজনই শেষ দুটি থ্রোয়ে ফাউল করে বসেন। ফলে নিজের ষষ্ঠ থ্রোয়ের আগেই সোনা জিতে যান নীরজ।

মিলখা সিং, পিটি ঊষাদের পর ভারত পেল এক নীরজকে।
ছবি: রয়টার্স

জ্যাভেলিনের ফাইনালে প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার ছুড়েছিলেন নীরজ। দ্বিতীয় প্রচেষ্টায় ছোড়েন ৮৭.৫৮ মিটার। এ ইভেন্টে রুপা ও ব্রোঞ্জ দুটিই জিতেছে চেক প্রজাতন্ত্র। ইয়াকুব ভাদলেইখ জিতেছেন রুপা (৮৬.৬৭ মিটার), ভিতেজস্লাভ ভেসেলি ব্রোঞ্জ (৮৫.৪৪ মিটার)।

মিলখা সিং, পিটি ঊষাদের পর অ্যাথলেটিকসে নতুন এক নায়ককেই পেয়ে গেল ভারত।