অলিম্পিকে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত

অলিম্পিক নিয়ে বিতর্ক চলছেইছবি: রয়টার্স

অলিম্পিকে করোনার সংক্রমণ থামছেই না! তিন দিন আগে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই অলিম্পিক ভিলেজে কয়েকজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল। এরপর অলিম্পিকের খেলাতেই সব মনোযোগ চলে গেছে, তবে আড়ালে করোনাও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ নিজের অস্তিত্বের জানান দিচ্ছে।

আজ সোমবার টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি নতুন করে ১৬ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছে। এই ১৬ জন নিয়ে ১ জুলাই থেকে এ পর্যন্ত অলিম্পিকে অ্যাথলেট, কর্মকর্তা, আয়োজনের সংশ্লিষ্ট কর্মচারী মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৮ জনে। নতুন করে আক্রান্ত ১৬ জনের মধ্যে অ্যাথলেট আছেন একজন—নেদারল্যান্ডসের টেনিস খেলোয়াড় জঁ-জুলিয়েন রোজের।রোজেরকে নিয়ে শুধু ডাচ অলিম্পিক দলেই করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬-এ।

অলিম্পিক নিয়ে নেতিবাচক খবরই বেশি প্রকাশিত হচ্ছে
রয়টার্স ফাইল ছবি

কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার পর এরই মধ্যে অলিম্পিক থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ৩৯ বছর বয়সী রোজের। টেনিসের দ্বৈতের দ্বিতীয় রাউন্ডে নিউজিল্যান্ডের মার্কাস ড্যানিয়েল ও মাইকেল ভেনাসের মুখোমুখি হওয়ার কথা ছিল রোজের ও তাঁর সঙ্গী ওয়েসলি কুলহফের, কিন্তু রোজের করোনায় আক্রান্ত হওয়ায় সেই ম্যাচ থেকে নাম সরিয়ে নিয়েছে ডাচ জুটি।

টেনিসের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) বিবৃতিতে লিখেছে, ‘আইটিএফ জানতে পেরেছে যে নেদারল্যান্ডসের অলিম্পিক কমিটি ও নেদারল্যান্ডস স্পোর্টস ফেডারেশনের অ্যাথলেট জঁ-জুলিয়েন রোজের কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাঁকে যথাযথ পদ্ধতি মেনে আইসোলেশনে রাখা হয়েছে।

জঁ-জুলিয়েন রোজের
ছবি: টুইটার

রোজের ও তাঁর সঙ্গী ওয়েসলি কুলহফ ছেলেদের দ্বৈতের ইভেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন, সে কারণে তাঁদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের মার্কাস ড্যানিয়েল ও মাইকেল ভেনাস ওয়াকওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছেন। জঁ-জুলিয়েনের দ্রুত আরোগ্য কামনা করি আমরা।’

জাপানে করোনার সংক্রমণের ভয়াবহতার মধ্যেই চলছে অলিম্পিক। দেশটিতে গতকাল রোববার নতুন করে ১ হাজার ৭৬৩ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। করোনার সংক্রমণের এই অবস্থার কারণে অলিম্পিকের আয়োজন নিয়ে জাপানিরাই ক্ষুব্ধ ছিলেন। আন্দোলনও হয়েছে অলিম্পিক বাতিলের দাবিতে। অলিম্পিকে প্রথমে বিদেশি দর্শক বাদ দিয়ে গ্যালারিতে শুধু জাপানি দর্শকদের ঢুকতে দেওয়ার পরিকল্পনার কথা থাকলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়াতে সেটিও বাতিল করা হয়েছে। দর্শকশূন্য গ্যালারিতেই হচ্ছে খেলা।

করোনার এমন পরিস্থিতিতে টোকিওতে অলিম্পিক গেমস আয়োজনের প্রতিবাদ করছেন জাপানের অনেক মানুষ
ফাইল ছবি: রয়টার্স

নতুন যে ১৬ জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে তিনজন অ্যাথলেট। তবে এঁদের কেউই অলিম্পিক ভিলেজে থাকেননি বলে জানিয়েছেন আয়োজকেরা। অলিম্পিক ভিলেজে এ নিয়ে ১৬ জন করোনা পজিটিভ হয়েছেন। নতুন আক্রান্ত তিন অ্যাথলেট এবং গেমস-সংশ্লিষ্ট অন্যদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

টোকিওতে পা রাখার পর এখন পর্যন্ত যে দেশগুলোর অলিম্পিক দলে করোনায় আক্রান্ত অ্যাথলেট বা কর্মকর্তা পাওয়া গেছে, তার মধ্যে চেক প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্র, চিলি, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস উল্লেখযোগ্য। এদের মধ্যে চেক প্রজাতন্ত্রের দল নিজেদের দিক থেকে স্বাস্থ্যবিধি মানায় কোনো ঘাটতি বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। কারণ, চেক প্রজাতন্ত্রের চারজন অ্যাথলেটের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যে কারণে বিচ ভলিবল ও রোড সাইক্লিং থেকে নাম সরিয়ে নিতে বাধ্য হয়েছে চেক প্রজাতন্ত্র দল।