অলিম্পিকে ফেরার কথা ভেবেছিলেন বোল্ট

এমন উদ্‌যাপন আবার দেখার সম্ভাবনা জেগেছিলফাইল ছবি: এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোই ব্যস্ত থাকেন উসাইন বোল্ট। নিজেকে সুস্থ রাখতে এখনো আগের মতো ট্রেনিং করেন আর সে অনুশীলনের ভিডিও বা ছবি সামাজিক মাধ্যমে সবার কাছে পৌঁছে দেন। যা দেখে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সর্বকালের সেরা স্প্রিন্টারের প্রত্যাবর্তনের আশা জাগে ভক্তদের মনে।

অনুশীলনের সেসব ভিডিও যে মিথ্যা ইঙ্গিত দেয়নি, সেটাই জানা গেল। বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্ট বলেছেন, আবার ট্র্যাকে ফেরার ইচ্ছা জেগেছিল। ভেবেছিলেন, টোকিও অলিম্পিকেই ফিরবেন। কিন্তু ইচ্ছাটা বাস্তবে রূপ দিতে পারেননি বোল্ট।

উসাইন বোল্ট
ফাইল ছবি

২০১৭ সালে অবসরে চলে গেছেন বোল্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে তৃতীয় হয়েছিলেন। ২০০ মিটার ফাইনালে তো চোট পেয়েই ছিটকে গেলেন। আগেই বিদায় বলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। বোল্টের অমন বিদায়টা তাই মনঃপূত হয়নি ভক্তদের। বোল্ট ফিরলে সেই অতৃপ্তি কাটার সুযোগ ছিল। এভাবে অবসর থেকে ফিরে ২০১৬ রিও অলিম্পিকে যেমন আবারও সোনার পদকের বন্যা বইয়ে দিয়েছিলেন মাইকেল ফেল্‌প্‌স।

উসাইন বোল্ট
ফাইল ছবি

বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বোল্ট বলেছেন, কেন তাঁর ফেরা হয়নি। ট্র্যাকে আবার ফেরার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে বলেছেন, ‘অনেক দেরি হয়ে গেছে। যদি ফিরতাম, তাহলে এই অলিম্পিকের জন্যই ফিরতাম। আমি যখন কোচকে (গ্লেন মিলস) বলেছিলাম, “অবসর নিতে চাই”, আমার সঙ্গে বসলেন এবং বললেন, “অবসর নিলে কিন্তু সেটাই চূড়ান্ত। আমি কিন্তু প্রত্যাবর্তনে নেই। নিশ্চিত হও যে অবসর নিচ্ছ।”’

দেখো, আমিই প্রথম!
ফাইল ছবি

তখন মেনে নিলেও দুই বছর পরই আবার ট্র্যাক ডাক দিয়েছিল বোল্টকে। ফেরার কথা ভাবতে শুরু করেছিলেন বোল্ট, ‘আমার মনে আছে, ২০১৯ সালে তাঁর কাছে গিয়ে বললাম, “অলিম্পিকে ফেরার চিন্তা সম্পর্কে কী ভাবনা আপনার?” আমার দিকে তাকালেন এবং বললেন, “ভুলেও নয়।” আমার কোচ যদি না বলেন, তবে আমিও সেটা করব না। কারণ, আমি তাঁর ওপর বিশ্বাস রাখি এবং তিনি যদি না বলেন, তাহলে সেটা নয়।’

কিন্তু মন যে মানে না বোল্টের, ‘ব্যাপারটা অবশ্য এখনো আমাকে খোঁচায়।’