অলিম্পিকে মিশ্র ইভেন্ট থেকে রোমান–দিয়া জুটির বিদায়

দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে রোমান সানাছবি: রয়টার্স

অলিম্পিক আর্চারিতে রিকার্ভের মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে উঠেছিলেন রোমান সানা-দিয়া সিদ্দিকী। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের তিরন্দাজ জুটির প্রতিপক্ষ ছিল ১৩৬৮ পয়েন্ট পেয়ে বাছাইয়ে প্রথম হওয়া দক্ষিণ কোরিয়া।

কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে আজ অনুমিতভাবেই দক্ষিণ কোরিয়ার কিম জে দিওক ও আন সান জুটির কাছে হেরে অলিম্পিকের এই ইভেন্ট থেকে ছিটকে পড়েছে রোমান-দিয়ার বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মেয়েদের রিকার্ভে একক ইভেন্টে ২৫ বছরের পুরোনো অলিম্পিক রেকর্ড ভাঙা আন সান ও কিমের সঙ্গে প্রথম রাউন্ডে পাল্লা দিতে পারেননি রোমান-দিয়া জুটি।

৩৮-৩০ পয়েন্ট ব্যবধানে প্রথম সেট হার মানেন তাঁরা। দ্বিতীয় সেটে লড়াই কিছুটা জমলেও হারতে হয় ৩৫-৩৩ পয়েন্ট ব্যবধানে। তৃতীয় সেটে এসে প্রতিদ্বন্দ্বিতা গড়েন বাংলাদেশের দুই তিরন্দাজ। তবু ৩৯-৩৮ পয়েন্ট ব্যবধানে হেরে যান তাঁরা।

অলিম্পিকে এখন ব্যক্তিগত ইভেন্ট বাকি রইল রোমান সানার।
ছবি: রয়টার্স

চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া ১৬টি দেশের মধ্যে বাংলাদেশ ১৬তম দল হিসেবে খেলার সুযোগ পেয়েছে। দক্ষিণ কোরিয়া আর্চারিতে অন্যতম শীর্ষ দল। প্রথম সেটের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম সেট থেকে বাংলাদেশ পেয়েছে যথাক্রমে ৮, ৫, ৯ ও ১০ পয়েন্ট। দক্ষিণ কোরিয়ার দুই তিরন্দাজ তুলেছেন ৯, ১০, ৯, ১০ পয়েন্ট।

পরের সেটে দ্বিতীয় ও তৃতীয় তিরে ভালো করতে পারেনি বাংলাদেশ। সান-কিম জুটি প্রথম দুই তির থেকে ৯টি করে পয়েন্ট তুলে নেন। বাংলাদেশ প্রথম তিরে ৯ পয়েন্ট পেলেও পরের তির থেকে মাত্র ৬ পয়েন্ট তুলতে পেরেছে।

দিয়া সিদ্দিকীর সামনেও এখন ব্যক্তিগত ইভেন্ট বাকি।
ছবি: রয়টার্স

শেষ দুই তিরে দক্ষিণ কোরিয়া তুলেছে যথাক্রমে ৮ ও ৯ পয়েন্ট। বাংলাদেশ তুলেছে ৮ ও ১০ পয়েন্ট। তৃতীয় সেটে চার তিরের মধ্যে তিনটিতে ১০ করে পয়েন্ট তুলেছেন সান-কিম জুটি। বাকি একটি তির থেকে এসেছে ৯ পয়েন্ট। বাংলাদেশ চার তিরের মধ্যে দুটিতে ১০ পয়েন্ট, বাকি দুটিতে ৯ করে পয়েন্ট তুলেছে।

রোমান ও দিয়ার এখন ব্যক্তিগত ইভেন্টের খেলা বাকি। ২৭ জুলাই ব্যক্তিগত ইভেন্টে লড়বেন রোমান সানা। ২৯ জুলাই লড়াই করবেন দিয়া সিদ্দিকী।