আবার পেছাল এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি

অনুশীলনে বাংলাদেশ হকি দলফাইল ছবি: প্রথম আলো

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির ভাগ্যে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। করোনাভাইরাসের কারণে আবারও পিছিয়ে গেল এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি।

গত বছর সেপ্টেম্বরে ঢাকায় হওয়ার কথা ছিল ছয় জাতির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটার সূচি প্রথমে এক দফা পিছিয়ে দেওয়া হয়।

নতুন সূচিতে এ বছর ১১ মার্চ থেকে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস ট্রফি হকি। কিন্তু পুরো টুর্নামেন্টই আবারও স্থগিত করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)।

এশিয়ান হকি ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া বিবৃতি অনুসারে, ঢাকায় ছেলেদের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি কোরিয়ায় হতে যাওয়া মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফিও স্থগিত করা হয়েছে।

যদিও বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এখনো বিষয়টা স্বীকার করতে চাইছেন না, ‘আমরা এখন পর্যন্ত এশিয়ান হকি ফেডারেশন থেকে কোনো মেইল পাইনি। আর ওদের কাছ থেকে কোনো চিঠি না পাওয়া পর্যন্ত বলতে পারি না যে আদৌ টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।’

যদিও বেশ কিছুদিন আগে এশিয়ান হকি ফেডারেশন বাংলাদেশের আয়োজক হওয়ার ব্যাপারে প্রস্তুতি কেমন, সেটা জানতে চেয়ে একটা মেইল করেছিল।

বাংলাদেশ হকি দল
ফাইল ছবি: প্রথম আলো

এ প্রসঙ্গে মোহাম্মদ ইউসুফ বলেন, ‘কয়েক দিন আগে এশিয়ান হকি ফেডারেশন থেকে আমাদের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছিল। আমরা জানিয়েছিলাম, জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলোয়াড়দের রাখা হবে। করোনা টেস্ট করাসহ সব রকমের স্বাস্থ্যবিধি মানা হবে। ওই সময়ও এশিয়ান হকি ফেডারেশন থেকে কোনো আভাস দেয়নি আমাদের।’

শেষ পর্যন্ত যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, তবে হকির চলমান ক্যাম্পও বন্ধ করে দিতে হবে বলে জানান মোহাম্মদ ইউসুফ, ‘আমরা আরও কয়েক দিন অপেক্ষা করব এশিয়ান হকি ফেডারেশনের কাছ থেকে চিঠি পাওয়ার জন্য। যদি এমন কোনো ঘোষণা আসে, তাহলে তো ক্যাম্প বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।’

স্থগিত হওয়া এই টুর্নামেন্ট আবারও অক্টোবরে শুরু হতে পারে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার কথা ছিল ভারত, পাকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া, জাপান ও স্বাগতিক বাংলাদেশের।