আবাহনীকে হারিয়ে ক্লাব কাপ হকির প্রথম শিরোপা মেরিনার্সের

শিরোপা নিশ্চিত হওয়ার পর মেরিনার্সের আনন্দছবিঃ প্রথম আলো

মওলানা ভাসানী স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে ভুভুজেলার আওয়াজে কান পাতা দায়। সারাক্ষণ গগনবিদারী আওয়াজ করে গেলেন দর্শক। প্রায় সাড়ে তিন বছর পর শুরু ঘরোয়া হকি মৌসুমের প্রথম শিরোপা জিততে প্রস্তুতিটা ভালোভাবেই নিয়ে এসেছিলেন মেরিনার ইয়াংস ক্লাবের সমর্থকেরা

শেষ পর্যন্ত হাসিমুখে বাড়ি ফেরার আগে নীল টার্ফে আনন্দনৃত্য করেছে মেরিনার্স। ক্লাব কাপ হকির ফাইনালে আজ মেরিনার্স ৩-০ গোলে হারিয়েছে আবাহনীকে। জোড়া গোল করেছেন সোহানুর রহমান। অন্য গোলটি অভিষেক কুমারের। ক্লাব কাপে এটাই মেরিনার্সের প্রথম শিরোপা।

মেরিনার্সের শিরোপার আনন্দ
ছবিঃ প্রথম আলো

২০১৮ সালে সর্বশেষ ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনীর মুখোমুখি হয়েছিল মেরিনার্স। সে বছর মেরিনার্সকে ১-০ গোলে হারিয়ে মৌসুম সূচক টুর্নামেন্টটি জিতেছিল আবাহনী। তবে এবার পাল্টা নিল মেরিনার্স।

গত আসরে আবাহনীকে জেতানো সোহানুর এবার মেরিনার্সকে জেতালেন জোড়া গোল করে। ম্যাচে তিনটা পেনাল্টি কর্নার পেলেও আবাহনী তা থেকে গোল আদায় করতে পারেনি।

আবাহনীর জালে এভাবে তিনবার বল জড়িয়েছে মেরিনার্স
ছবিঃ প্রথম আলো

ম্যাচের ২০ মিনিটে সোহানুরের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স। ম্যাচে ফেরার চেষ্টা ছিল আবাহনীর। কিন্তু সেই চেষ্টায় সফল হয়নি।

ম্যাচের ৫৩ মিনিটের আবাহনীর বেলিমাগার হিট জালে ঢুকলেও গোল বাতিল করে দেন আম্পায়ার। আবাহনীর খেলোয়াড়েরা অবশ্য গোলের দাবি করে। কিন্তু ভিডিও প্রযুক্তি দেখেও সিদ্ধান্ত দিতে পারছিলেন না আম্পায়াররা।

তিনটা পেনাল্টি কর্নার পেলেও আবাহনী তা থেকে গোল আদায় করতে পারেনি
ছবি: প্রথম আলো

মাঠে খেলা বন্ধ ছিল প্রায় ২০ মিনিট। এরপর অবশ্য আম্পায়ার আগের সিদ্ধান্তেই অনড় থাকেন।

তবে এই বিরতির পর আরও দারুণভাবে জ্বলে ওঠে মেরিনার্স। ৫৫ মিনিটে দারুণ এক রিভার্স হিটে অভিষেক কুমার করেছেন ২-০। আর ৫৭ মিনিটে সোহানুরের করা গোলে আবাহনীর গ্যালারি স্তব্ধ হয়ে পড়ে।