আশরাফুলের হ্যাটট্রিকে ইরানকেও উড়িয়ে দিল বাংলাদেশ

ম্যাচসেরার পুরস্কার হাতে আশরাফুলছবি: সংগৃহীত

এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জাকার্তার জিবিকে স্পোর্টস কমপ্লেক্সে আজ বাংলাদেশ ৬-২ গোলে হারিয়েছে ইরানকে।

বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। ১টি করে গোল খোরশেদুর রহমান, মিলন হোসেন ও রোমান সরকারের। ইরানের গোলদাতা মোহাম্মদ আলী সালেহিপোর ও নাভিদ তাহেরি রিয়াদ। ম্যাচের সেরা খেলোয়াড় আশরাফুল ইসলাম।

টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের তুলনায় অনেক পিছিয়ে ইরান। বর্তমানে বাংলাদেশের র‌্যাঙ্কিং ৩৫, ইরানের ৯২। ইরানের সঙ্গে এর আগের দুবারের মুখোমুখিতে বাংলাদেশই জিতেছিল। ১৯৮৫ সালের এশিয়া কাপে জয় ৩-১ গোলে আর ২০১৪ সালে এশিয়ান গেমসের বাছাইপর্বেও ৩-১ ব্যবধানের জয় এসেছে।

জাকার্তার জিবিকে স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ হকি দল
ছবি: সংগৃহীত

অথচ সেই ইরানের সঙ্গেই গোল খেয়ে আজ পিছিয়ে পড়ে বাংলাদেশ! ম্যাচের ৪ মিনিটে গোল করেন ইরানের মোহাম্মদ আলী সালেহিপোর। তবে গোল শোধে মরিয়া বাংলাদেশ সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোর ১-১ করেন আশরাফুল।

বাংলাদেশ আজ যে ৬টি গোল করেছে এর ৫টিই এসেছে পেনাল্টি কর্নার থেকে। দুর্দান্ত ড্র্যাগ ফ্লিকে পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে আলাদাভাবে নজর কেড়েছেন ডিফেন্ডার আশরাফুল।

ম্যাচের ২৯ মিনিটে আবারও আশরাফুলের গোল—এবার স্কোরলাইন ২-১ করেন বিকেএসপির সাবেক খেলোয়াড়। ৩৪ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন খোরশেদুর রহমান। আর ৩৬ মিনিটে মিলন হোসেনের ফিল্ড গোলে স্কোরলাইন হয় ৪-১।

৩৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আশরাফুল (৫-১)। এরপর ৫১ মিনিটে নাভিদের গোলে শুধুই হারের ব্যবধান কমাতে পেরেছে ইরান (৫-২)। ৫৩ মিনিটে বাংলাদেশের ষষ্ঠ গোলটি করেন রোমান সরকার।

বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে আগামী পরশু, প্রতিপক্ষ ওমান।