এশিয়াডে ক্রিকেটসহ ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ

২০২২ সালে ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ ১৭টি খেলায় অংশ নেবে।
ছবি: সংগৃহীত

গত বছরের ‌১-১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর বাংলাদেশ গেমস। কিন্তু করোনায় অনির্দিষ্টকালের জন্য গেমস স্থগিত হয়ে যায়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বরাবরই বলে আসছিল পরিস্থিতি স্বাভাবিক হলে গেমস অনুষ্ঠিত হবে।

সেটা কবে নাগাদ, তা অনুমান করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত আজ বিওএর নির্বাহী কমিটির সভায় তারিখ নির্ধারণ করা হয়েছে। ঠিক এক বছর পিছিয়ে আগামী ১-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’।

কুর্মিটোলা গলফ ক্লাবে আজকের সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিওএর পক্ষ থেকে জানানো হয় এই তথ্য। বিওএর আশা, এপ্রিলের আগেই দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে। গেমসে সাড়ে আট হাজার খেলোয়াড়, কোচ, কর্মকর্তার অংশ নেওয়ার কথা। বিওএর কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দীন আহমেদ আজ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ গেমসে পূর্বঘোষিত ৩১টি খেলাই থাকছে। কোনোটি বাদ দেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি মেনে আমরা এই গেমসের আয়োজন করব।’

১১ বছর ১১ মাস ১১ দিন পর সর্বশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত হয়েছিল অষ্টম বাংলাদেশ গেমস। কথা ছিল, ২০১৭ সালে আবার হবে। কিন্তু ২০১৮ সালে প্রথমবার যুব গেমস আয়োজন করায় সে সময় বাংলাদেশ গেমস পিছিয়ে যায়। বাংলাদেশ অলিম্পিক নামে প্রথমবার এই গেমস হয়েছিল ১৯৭৮ সালে।

বিওএর আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, এ বছরের ১-১৯ সেপ্টেম্বর তুরস্কের কেনিয়া শহরে অনুষ্ঠেয় পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ ১৩টি খেলায় অংশ নেবে। খেলাগুলো হচ্ছে অ্যাথলেটিকস, আর্চারি, বাস্কেটবল, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিকস, কারাতে, হ্যান্ডবল, সাঁতার, তায়কোয়ান্দো, ভলিবল, ভারোত্তোলন ও কুস্তি।

চূড়ান্ত হয়েছে ২০২২ সালের ১০-২২ সেপ্টেম্বর চীনের হ্যানজং শহরে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশের ১৭টি খেলায় অংশ নেওয়া। ২০১৮ জার্কাতা এশিয়ান গেমসে ক্রিকেট ছিল না। ২০২২ এশিয়ান গেমসে ক্রিকেট থাকছে। ক্রিকেটে দল পাঠাবে বিওএ। বাংলাদেশের বাকি ১৬টি খেলা হচ্ছে সাঁতার, অ্যাথলেটিকস, বাস্কেটবল, আর্চারি, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিকস, হকি, কাবাডি, কারাতে, ব্রিজ, রোলার স্কেটিং, ব্রিজ, তায়কোয়ান্দো ও ভারোত্তোলন। এর মধ্যে নতুন যুক্ত হয়েছে ফেন্সিং, জিমন্যাস্টিক, রোলার স্কেটিং। বাদ পড়েছে বিচ ভলিবল ও রোইং।