এশিয়ান আর্চারির মঞ্চে বিকেএসপির কিশোরের চমক

বিকেএসপির অষ্টম শ্রেণিপড়ুয়া প্রদীপ্ত চাকমা হারিয়ে দিয়েছে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা মালয়েশিয়ার খায়রুল আনোয়ারকে
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্টের স্টেজ ১০-এ অংশ নিয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার চতুর্থ দিনে আজ বড় এক চমকই দিয়েছে রাঙামাটির প্রদীপ্ত চাকমা। বিকেএসপির অষ্টম শ্রেণিপড়ুয়া এই কিশোর হারিয়ে দিয়েছে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা মালয়েশিয়ার খায়রুল আনোয়ারকে।

দুই বছর আগে নেদারল্যান্ডসে আর্চারি বিশ্বকাপে এই খায়রুলের কাছেই সেমিফাইনালে হেরেছিলেন রোমান সানা। খায়রুল রুপা জেতেন, রোমান জিতেছিলেন ব্রোঞ্জ। সেই ব্রোঞ্জই রোমানকে এনে দেয় টোকিও অলিম্পিকের টিকিট। আজ যেন রোমানের সেই হারের প্রতিশোধই নিল তাঁকে অনুসরণ করে বেড়ে ওঠা কিশোর প্রদীপ্ত।

রিকার্ভ পুরুষ এককের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রদীপ্ত দারুণ নৈপুণ্য দেখিয়েছে। খায়রুলের বিপক্ষে জয় তুলেছে ৬-৪ সেট পয়েন্টে। অবশ্য কোয়ার্টার ফাইনালেই থেমে যেতে হয় তাকে। সেমির লড়াইয়ে প্রদীপ্ত হেরে যায় জাপানের প্রতিযোগী ফুরুকাওয়া টাকাহারুর কাছে, ব্যবধান ২-৬ সেট পয়েন্ট। রিকার্ভ মিশ্র দলগতের সেমিফাইনালে রজনী আক্তারকে নিয়ে খেলেছে প্রদীপ্ত। অবশ্য সুবিধা করতে পারেনি এই জুটি। জাপানের জুটির কাছে হেরেছে ০-৬ সেট পয়েন্টে।

কোরিয়া থেকে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন মুঠোফোনে আজ প্রথম আলোকে বলেন, ‌‘বাংলাদেশ নাম নিয়ে এ প্রতিযোগিতায় খেলছে আসলে বিকেএসপি। এখানে জাপান, কোরিয়া, মালয়েশিয়ার অলিম্পিক দলসহ বড় বড় দল খেলছে। বড়দের সঙ্গে খেলছে আমাদের জুনিয়র দল। প্রদীপ্ত দারুণ খেলেছে। এত বড় চমক দেবে, আমরা ভাবিনি।’

উদীয়মান খেলোয়াড় হিসেবে প্রদীপ্ত জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছে সম্প্রতি। আগামী অক্টোবরে তাকে বিশ্বকাপে পাঠানো হবে। প্রদীপ্তর মধ্যে রোমার সানার ছায়া দেখতে পাচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।