এসএ গেমসে সোনা, দেশে ব্যর্থ রোমান সানারা

এস এ গেমসে সোনা জিতে দেশে ফিরেই জাতীয় চ্যাম্পিয়নশিপে নিজের ইভেন্টে ব্রোঞ্জ পেলেন রোমান সানা। ফাইল ছবি, প্রথম আলো
এস এ গেমসে সোনা জিতে দেশে ফিরেই জাতীয় চ্যাম্পিয়নশিপে নিজের ইভেন্টে ব্রোঞ্জ পেলেন রোমান সানা। ফাইল ছবি, প্রথম আলো
>এসএ গেমসে আর্চারিতে ১০ সোনার ১০টিই পেয়েছে বাংলাদেশ। কিন্তু দেশে ফিরেই জাতীয় চ্যাম্পিয়নশিপে মুদ্রার অন্য পিঠটা দেখলেন রোমান সানারা।

আগামী বছর টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। নেদারল্যান্ডসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে রোমান সানার সেই স্বপ্নটা পূরণ করেছে। সদ্য নেপালে ১৩তম দক্ষিণ এশিয়ান গেমসেও (এসএ গেমসে) সোনা জিতেছেন সহজে। কিন্তু দেশে ফিরে মুদ্রার অন্য পিঠ দেখলেন। আজ গাজীপুরে ১১তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককে সোনা জিততে পারেননি দেশের সেরা এই আর্চার। এমনকি রুপাও নয়। জিতলেন কিনা ব্রোঞ্জ। গতবারও জাতীয় চ্যাম্পিয়নশিপে রোমান এককে সোনা পাননি। আজ সেমিতে ৬-২ সেট পয়েন্টে তাঁকে হারিয়েছেন সাকিব মোল্লা। ব্রোঞ্জের লড়াইয়ে রোমান জেতেন রাকিব মিয়ার বিপক্ষে। সোনা জিতেছেন বিমানবাহিনীর রামকৃষ্ণ সাহা। ঢাকার তিরন্দাজ সংসদের সাকিব মোল্লা পেয়েছেন রুপা।

রোমান তবু ব্রোঞ্জ জিতেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে। এসএ গেমসে এককে সোনা জেতা সোহেল রানা ও ইতি খাতুন পদকই পাননি এই প্রতিযোগিতায়। ব্যাপারটা যেন আকাশ থেকে মাটিতে পড়ার মতোই। এসএ গেমসে রিকার্ভ ও কম্পাউন্ড এককের নারী ও পুরুষ দুই বিভাগে সোনাজয়ী ৪ জনের মধ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন শুধু সোমা বিশ্বাস। সেটি নারী কম্পাউন্ড এককে। রিকার্ভ নারী এককে এসএ গেমসে সোনা জেতেন ইতি খাতুন। ইতি ব্যক্তিগত, দলীয় ও মিশ্র দলগতে ৩টি সোনা জেতেন এসএ গেমসে। এবারই প্রথম বাংলাদেশে কোনো নারী খেলোয়াড় হিসেবে দক্ষিণ এশিয়ান গেমসে ইতি ৩টি সোনা জেতেন। আজ রিকার্ভ নারী এককে ইতির ইভেন্টে তিরন্দাজ সংসদের বিউটি রায় জিতেছেন সোনা। টানা পঞ্চমবারের মতো এই ইভেন্টে সোনা পেলেন বিউটি। রুপা সেনাবাহিনীর মেহনাজ আক্তার ও ব্রোঞ্জ আনসারের আফরোজা আক্তারের।

এসএ গেমসে কম্পাউন্ডের এককে সোনা জয়ী সোহেল এই জাতীয় জাতীয় চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ হয়েছেন। ইভেন্টটিতে সোনা জেতেন তিরন্দাজ সংসদের সিয়াম সিদ্দিক। রুপা বিকেএসপির হিমু বাশার। ব্রোঞ্জ বিকেএসপির শেখ সজীবের। কম্পাউন্ড নারী বিভাগে আনসারের শ্যামলী রায় রুপা ও ব্রোঞ্জ সেনাবাহিনীর সুস্মিতা বণিকের।

এসএ গেমসে ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ীদের এমন পতন দুটি ইঙ্গিত দিচ্ছে। প্রথমত, দেশে তাঁদের চেয়েও ভালো খেলোয়াড় আছে ধরে নিতে হবে। সেটি দেশের আর্চারির জন্য সুখবরই। দ্বিতীয়ত, এসএ গেমসে সোনাজয়ীদের দেশের প্রতিযোগিতায় খাবি খাওয়া চিন্তার বিষয়ও। দেশের বাইরে সোনাজয়ীরা দেশে পারলেন না কেন? বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রশিক্ষণ কমিটির সম্পাদক ফারুক ঢালি প্রথম আলোকে বলেন, ‘নতুন খেলোয়াড়েরা অনেক সময় ভালো খেলে। তা ছাড়া আজ অনেক ঠান্ডা ও বাতাস। তাই হয়তো অনেকের সমস্যা হয়েছে। রোমানের মতো খেলোয়াড়েও অনেক সময় ছন্দপতন হয়। এমনটা আসলে হতেই পারে।’

ভারতবিহীন এসএ গেমস আর্চারিতে এবার ১০টি সোনার সব কটিই জেতা গেছে। সেই সুবাদে রেকর্ড ১৯টি সোনা পেয়েছে বাংলাদেশ। তবে দেশে ফিরে বিশ্রামের সময় পাননি আর্চাররা। গতকাল নেমে পড়তে হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপে। টঙ্গীতে আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে তিন দিনের প্রতিযোগিতা শেষ হবে আগামীকাল। ৮ জেলা, ৫টি সার্ভিসেস দল, বিকেএসপি, ২৬ ক্লাবসহ ৩৯টি দল এতে খেলছে।