চমক দেখিয়ে ৩০০ ডলার পেলেন রাজীব

দাবা বোর্ডে মগ্ন রাজীব।
ফাইল ছবি

চলমান এশিয়ান নেশনস কাপ অনলাইন দাবায় খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এই সময়ে অলস বসে না থেকে অংশ নেন আরেকটি অনলাইন আন্তর্জাতিক দাবায়। সেই শিকাগো ওপেন আন্তর্জাতিক দাবায় চমক দেখিয়েছেন রাজীব, বিশ্বের অন্যতম সেরা গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে লড়াই করে হয়েছেন পঞ্চম। জিতেছেন ৩০০ ইউএস ডলারের প্রাইজমানি (প্রায় সাড়ে ২৫ হাজার টাকা)।

সাত রাউন্ডের খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানের জন্যই লড়ছিলেন রাজীব। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকিংয়ে হয়েছেন পঞ্চম।

সাত ম্যাচে রাজীব জিতেছেন চারটি, ড্র করেছেন দুই ম্যাচ। এক ম্যাচে হেরেছেন। সাড়ে ছয় পয়েন্ট পেয়ে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির বিলোয়াস হয়েছেন চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৪ গ্র্যান্ডমাস্টার, ২ আন্তর্জাতিক মাস্টারসহ ৫১ জন দাবাড়ু।

শিকাগো ওপেনে এর আগে কখনো খেলেননি রাজীব। পঞ্চম হতে পেরে বেশ অবাক হয়েছেন, ‘আমি এত ভালো করবো সেটা নিজেও ভাবিনি। আসলে যুক্তরাষ্ট্রের এসব টুর্নামেন্টে বিশ্বের সেরা অনেক গ্র্যান্ডমাস্টার অংশ নেয়। এখানে ভালো খেলা বেশ কঠিন।’

দাবার গুটি প্রাণ পায় তাঁর হাতে।
ছবি: ফাইল ছবি

এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের সময় সীমা ছিল ১ ঘন্টা ১৫ মিনিট করে। অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টের মতো সময়ের চাপে পড়তে হয়নি দাবাড়ুদের। এটাই বাড়তি সুবিধা দিয়েছে রাজীবকে।

এই টুর্নামেন্টকে তাই ধ্রুপদী টুর্নামেন্ট বলেই উল্লেখ করলেন রাজীব, ‘এটাকে আমি ক্লাসিকাল টুর্নামেন্টই বলবো। আমি পঞ্চম রাউন্ডে জেতা ম্যাচ ড্র করেছি হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার প্রোহাসকা পিটারের সঙ্গে। ওই ম্যাচ জিতলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতাম। শেষ পর্যন্ত যা হয়েছে সেটাও মন্দ না।’