‘চুল ছোট’ বলে হয়রানির শিকার সান জিতলেন তৃতীয় সোনা

আন সানছবি: রয়টার্স

মেয়ে হয়েও ‘চুল ছোট কেন’—এমন অযাচিত প্রশ্নের সন্মুখীন হয়েছিলেন আন সান। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় এই হয়রানি। অনেকে মন্তব্য করেন, ‘যেহেতু তোমার চুল ছেলেদের মতো, তাই আমরা ধরে নিতে পারি, তুমি একজন নারীবাদী।’ এমনকি অলিম্পিক পদক কেড়ে নেওয়ার দাবি পর্যন্ত উঠেছে, তাঁর-ই নিজের দেশ দক্ষিণ কোরিয়ায়!

অথচ একটা অলিম্পিক পদকের জন্য হাপিত্যেশ করছে কত দেশ! আন সান সেখানে টোকিও অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার তিনটি সোনার পদক জয়ের সারথি। ২০ বছর বয়সী এই তিরন্দাজ দলগত ও মিশ্র ইভেন্টে সোনা জয়ের পর আজ ব্যক্তিগত ইভেন্টেও সোনা জিতেছেন। অলিম্পিকের ইতিহাসে প্রথম আর্চার হিসেবে এক গেমস থেকে তিনটি সোনার পদক তুলে নেওয়ার রেকর্ড গড়লেন আন সান। আর তাঁকেই কি না সইতে হচ্ছে কটু কথা, হয়রানির শিকার হতে হচ্ছে তাঁরই দেশের মানুষের কাছে!

আন সান
ছবি: রয়টার্স

আর্চারি শীর্ষ বাছাই সান ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে দারুণভাবে স্নায়ুচাপ সামলান। সেমিফাইনাল এবং ফাইনালে শুট-অফ জিতে নেন। ফাইনালের টাইব্রেকারে মাত্র একটি করে তির ছোড়েন এলেনা ওসিপোভা ও আন সান। রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) অধীনে অংশ নেওয়া ওসিপোভা এই শুট-অফে ৮ স্কোর করেন। ওদিকে সান ১০ স্কোর গড়ে সোনা জিতে নেন।

আন সান
ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ায় বেশ কিছুদিন ধরে পুরুষদের মধ্যে নারীবাদবিরোধী মনোভাব তুঙ্গে। ব্যাপারটি রীতিমতো হয়রানির অস্ত্র হিসেবে সেখানে ব্যবহৃত হওয়ার অভিযোগ উঠেছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হওয়া সত্ত্বেও দক্ষিণ কোরীয় সমাজ পুরুষশাসিত। দেশটিতে নারী অধিকার বিষয়েও বিস্তর অভিযোগ আছে বাইরের দুনিয়ার।

আন সান
ছবি: রয়টার্স

এদিকে টোকিও অলিম্পিকে প্রথম অ্যাথলেট হিসেবে তিনটি সোনার পদক তুলে নিলেন সান। এই আর্চারের পক্ষে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার নেতৃস্থানীয় অনেকেই। নারী আইনজীবী জ্যাং হেই-ইয়ং টুইট করেন, ‘নিজের দক্ষতা এবং সামর্থ্য দিয়ে অলিম্পিকে আপনি পদক জিতলেও আপনাকে অপমানিত হতে হবে ছোট চুলের জন্য। কোরিয়ান আর্চারি এখন বিশ্বসেরা, কিন্তু আমরা অদ্ভুত এক সময় পার করছি।’
দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত ৬ হাজার ছোট চুলের মেয়েদের ছবি পোস্ট করা হয় আন সানের প্রতি সমর্থন জানিয়ে। সানের সমর্থনে কোরিয়ান আর্চারি অ্যাসোসিয়েশনেও প্রায় হাজার দেড়েক খুদে বার্তা পাঠিয়েছেন সমর্থকেরা।