জন্মদিনের পার্টির পর বোল্টের করোনার গুঞ্জন, শঙ্কায় গেইল-স্টার্লিংরা

জন্মদিনের উৎসব করতে গিয়ে বোল্ট করোনায় আক্রান্ত বলে গুঞ্জনছবি: এএফপি

প্রতিটি দেশের সরকার আর স্বাস্থ্য সংস্থাগুলো পইপই করে মানুষকে মনে করিয়ে দিচ্ছে করোনাভাইরাসে স্বাস্থ্যসচেতনতার কথা। কী করতে হবে, কী করা যাবে না—তা এখন অনেকেরই জানা। কিন্তু জানা আর মানায় যে অনেক পার্থক্য! সাধারণ মানুষ তো বটেই, অনেক তারকাও করোনাভাইরাসের নিয়মনীতি মানছেন না।

কিংবদন্তি জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট যেমন, তিন দিন আগে নিজের ৩৪তম জন্মদিনে বিশাল পার্টির আয়োজন করেছেন। সেখানে না ছিল সামাজিক দূরত্ব মানার পরিবেশ, না কারও মুখে ছিল মাস্ক। এখন শোনা যাচ্ছে, বোল্টের করোনা হয়েছে। ট্র্যাক থেকে অবসর নিলেও এখনো বিশ্বের দ্রুততম মানবের করোনা পজিটিভ হওয়ার খবর শঙ্কায় ফেলবে ফুটবলার রাহিম স্টার্লিং, লিওন বেইলি ও ক্রিকেটার ক্রিস গেইলকেও। তাঁরাও যে বোল্টের জন্মদিনের পার্টিতে ছিলেন বলে শোনা যাচ্ছে!

জ্যামাইকার রেডিও স্টেশন ন্যাশনওয়াইড ৯০ এফএমকে সূত্র জানিয়ে ইংলিশ দৈনিক ডেইলি মেইল লিখেছে, সর্বকালের সেরা স্প্রিন্টার করোনায় আক্রান্ত হয়ে এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন। রেডিওটি বলছে, শুক্রবার জন্মদিনের পার্টি করার পরের দিন বোল্ট করোনার পরীক্ষা করিয়েছেন। গতকাল সেটির ফল এসেছে, তাতে করোনার উপস্থিতি ধরা পড়েছে বোল্টের শরীরে। তবে আজ নিজের টুইটার একাউন্টে এক ভিডিওতে বোল্ট করোনা পরীক্ষা করানোর কথা স্বীকার করলেও করোনায় পজিটিভ হয়েছেন কি না, তা জানাননি।

‘শুভ সকাল সবাইকে। মাত্র ঘুম থেকে উঠছি। অন্য সবার মতো আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাঘুরি করছিলাম। এখানে বলছে আমার (শরীরে করোনা ভাইরাস থাকার বিষয়টি) নিশ্চিত। আমি রোববার পরীক্ষা করিয়েছি, কারণ আমি (দেশের বাইরে থেকে) কাজ করে ফিরছি’—ভিডিওতে বলেছেন বোল্ট।

তাঁর করোনার কোনো লক্ষণ নেই জানিয়ে আপাতত নিজ দায়িত্বেই আইসোলেশনে থাকার কথা জানিয়েছেন বোল্ট, ‘আমি দায়িত্ববান মানুষ। তাই আমার নিজের ও বন্ধুদের ভালোর কথা ভেবে আমি ঘরেই থাকছি। পাশাপাশি আমার কোনো লক্ষণও নেই। আমি নিজেকে কোয়ারেন্টিনে রাখছি, দেখি নিয়ম-কানুন কী বলে (কখন কী করতে পারব)। তার আগ পর্যন্ত আমি নিজেকে কোয়ারেন্টিনে রাখছি, ব্যাপারটা সহজভাবেই নিচ্ছি। সবাই নিরাপদ থাকুন।’

গত সপ্তাহেই বোল্ট ‘জীবনের সেরা জন্মদিন’ লিখে টুইট করেছিলেন। সেখানে অবশ্য ছবি দিয়েছিলেন নিজের সদ্যোজাত মেয়ে অলিম্পিয়া লাইটনিং বোল্টকে কোলে নিয়ে।

২১ আগস্ট নিজের জন্মদিনে বন্ধুদের কাছ থেকে বড় ‘সারপ্রাইজ বার্থডে পার্টি’ই বোল্ট পেয়েছিলেন বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। যেখানে অনেক বড় নাম ছিলেন। জ্যামাইকান একটি পত্রিকাও এরপর বোল্ট করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ প্রমাণিত হওয়ার খবর দিয়েছে বলে জানাচ্ছে ডেইলি মেইল।

বোল্টের জন্মদিনে বড় নামগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটির ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিং, জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের উইঙ্গার লিওন বেইলি ও ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটিং কিংবদন্তি ক্রিস গেইলও ছিলেন বলে জানাচ্ছে ডেইলি মেইল। বোল্টের সেই জন্মদিনের ভিডিও ফুটেজও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে বোল্টকে নাচতে-গাইতে দেখা যায়।