জোড়াতালির কোর্টে বাস্কেটবল

বাস্কেটবল কোর্টে গর্ত ঢাকা হচ্ছে কাগজ দিয়ে।ছবি: প্রথম আলো

খেলা থামিয়ে চলছে বাস্কেটবল কোর্টের সংস্কার। এমন দৃশ্য শুধু বাংলাদেশেই সম্ভব!

বাংলাদেশ গেমস বাস্কেটবল হচ্ছে ধানমন্ডি বাস্কেটবল কোর্টের ঘুনে ধরা উডেনফ্লোরে। আজ খেলার সময় ফ্লোর ভেঙ্গে যাওয়ায় গর্ত ভরাট করা হয়েছে খবরের কাগজ দিয়ে। খেলোয়াড়দের জন্য ঝুঁকিপুর্ন এমন কোর্ট।

ছবির গল্পে দেখে নিন সেসব মুহূর্ত।

ফ্লোরের কাঠ ভেঙে তৈরি হওয়া গর্তে পা দিয়ে পড়ে যান এক খেলোয়াড়।
ছবি: শামসুল হক
ফ্লোরের কাঠ ভেঙে তৈরি হওয়া গর্ত দেখছেন রেফারিরা।
ছবি: শামসুল হক
গর্ত আবিষ্কার হওয়ার পর খেলা থামানো হয়।
ছবি: শামসুল হক
খবরের কাগজ দিয়ে ফ্লোরের গর্ত ভরাট করা হচ্ছে।
ছবি: শামসুল হক
ফ্লোরের কাঠ ভেঙে তৈরি হওয়া গর্ত। চলছে খবরের কাগজ দিয়ে গর্ত ভরাটের চেষ্টা।
ছবি: শামসুল হক
গর্ত ভরাটের চেষ্টায় ব্যস্ত আয়োজকেরা। কোর্টের সংস্কার কাজ করা হলে এমন পরিস্থিতির সন্মুখীন হতে হতো না।
ছবি: শামসুল হক
কাগজ দিয়ে গর্ত ভরাটের পর পায়ের চাপে দৃঢ়তা পরখ করে দেখছেন কর্মকর্তারা।
ছবি: শামসুল হক
গর্ত ভরাটের পর চলছে খেলা। তবু চোট পাওয়ার ঝুঁকি থেকে যায়।
ছবি: শামসুল হক
এমন কোর্টে বাংলাদেশ গেমসের মতো বড় প্রতিযোগিতার আয়োজন করায় হতাশ খেলোয়াড়েরা।
ছবি: শামসুল হক