টেন্ডুলকারের মা, ব্রায়ান লারার মা

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। বিশেষ কোনো দিবস উদযাপনও করেন সেখানেই। মা দিবসে টেন্ডুলকার–লারা–নেইমারদের পোস্ট করা ছবি দিয়েই এই ফটো ফিচার।
১ / ৭
পোষা বিড়ালের সঙ্গে শচীন টেন্ডুলকারের মা। মা দিবসে মায়ের এই ছবিটা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক
ছবি: টুইটার
২ / ৭
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০ বছর আগে পৃথিবী ছেড়েছেন ব্রায়ান লারার মা পার্ল লারা। আজ মা দিবসে প্রয়াত মায়ের সঙ্গে নিজের ছবি দিয়েই মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি।
ছবি: ফেসবুক
৩ / ৭
মা দিবসে নস্টালজিক হলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা মায়ের সঙ্গে ছেলেবেলায় তোলা ছবি শেয়ার করলেন ইনস্টগ্রামে। সঙ্গে তাঁর বোন
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
মা নমিতা রানী সরকারের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলের স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার
ছবি: ফেসবুক
৫ / ৭
‘মা ও মাতৃত্ব উদ্‌যাপনের জন্য আমাদের বিশেষ দিবসের দরকার নেই’—মা দিবসে নিজের মা ও মেয়ের ছবি দিয়ে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা
ছবি: ফেসবুক
৬ / ৭
মা দিবসে মা শবনমের সঙ্গে তোলা পুরোনো ছবি টুইটারে দিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং
ছবি: টুইটার
৭ / ৭
মা-মেয়ের সঙ্গে পাকিস্তানি নারী ক্রিকেটার বিসমা মারুফ
ছবি: টুইটার