ডব্লুডব্লুইর প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাচ্ছেন ড্যানিয়েল ব্রায়ান?

সাবেক ডব্লুডব্লুই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ড্যানিয়েল ব্রায়ানছবি : ডব্লুডব্লুই

গত মে মাসে বিশ্বখ্যাত রেসলিং কোম্পানি ডব্লুডব্লুইর সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় সাবেক ডব্লুডব্লুই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ড্যানিয়েল ব্রায়ানের (মূল নাম ব্রায়ান ড্যানিয়েলসন)। ডব্লুডব্লুইর সাপ্তাহিক শো ‘স্ম্যাকডাউন’-এ নিজের শেষ ম্যাচে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেইনসের সঙ্গে হেরে গিয়ে অনেকটা নিঃশব্দেই ডব্লুডব্লুই থেকে বিদায় নেন তিনি।


ম্যাচের নিয়ম অনুযায়ী ‘স্ম্যাকডাউন’ থেকে চলে গেলেও একই কোম্পানির অন্যান্য সাপ্তাহিক শো ‘র’ কিংবা ‘এনএক্সটি’তে ব্রায়ানকে দেখা যাবে, এমনটা আশা করা হলেও তেমনটা হয়নি।

এইডব্লুর সঙ্গে ব্রায়ান চুক্তি সই করেছেন?
ছবি : ডব্লুডব্লুই

এখন শোনা যাচ্ছে, ডব্লুডব্লুই থেকে বের হয়ে একদম তাঁদের শত্রুর সঙ্গেই হাত মেলাচ্ছেন এই রেসলিং তারকা। বর্তমানে বিশ্বখ্যাত রেসলিং কোম্পানি ডব্লুডব্লুইর মূল প্রতিপক্ষ মানা হয় ‘অল এলিট রেসলিং’কে (এইডব্লু)। সেই এইডব্লুতেই যোগ দিতে পারেন কিংবদন্তি রেসলিং তারকা ড্যানিয়েল ব্রায়ান, এমনটাই শোনা যাচ্ছে।

রেসলিংবিষয়ক সাংবাদিক ক্যাসিডি হেইনেস জানিয়েছেন সংবাদটি। নিজের ওয়েবসাইট ‘বডিস্ল্যাম ডটনেট’-এ তিনি জানিয়েছেন, এইডব্লুর সঙ্গে ব্রায়ান চুক্তি সই করেছেন, ব্যাপারটা এখন শতভাগ নিশ্চিত। তিনি আরও জানিয়েছেন, এই বয়সে এসে অত বেশি ম্যাচ হয়তো খেলবেন না ব্রায়ান। কম ম্যাচ খেলে কীভাবে বেশি উপার্জন করা যায়, এটাই এখন ব্রায়ানের মূল লক্ষ্য। শুধু তা–ই নয়, নিজের চরিত্র, ম্যাচ, ফলাফল ও কাহিনির ওপর যেন নিজের প্রভাব থাকে, ‘নিউ জাপান প্রো রেসলিং’য়ের মতো অন্যান্য কোম্পানির হয়েও যেন তিনি খেলতে পারেন—এসব সুযোগ-সুবিধা চেয়েছিলেন ব্রায়ান।

জন মক্সলি (ডিল অ্যামব্রোস) এর মতো অনেকেই ডব্লুডব্লুই ছেড়ে নাম লিখিয়েছেন এইডব্লুতে।
ছবি : এইডব্লু

ক্যাসিডি হেইনেসের প্রতিবেদনের কথা মানলে এইডব্লুর হয়ে প্রতিটি সুযোগ-সুবিধাই পাচ্ছেন ৪০ বছর বয়সী সাবেক এই বিশ্বচ্যাম্পিয়ন। প্রতিবেদন আরও জানা গেছে, আগামী ২২ সেপ্টেম্বর এইডব্লুর হয়ে নিউইয়র্ক সিটির আর্থার অ্যাশ স্টেডিয়ামে আয়োজিত ‘গ্র্যান্ডস্ল্যাম’ নামের এক ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে ব্রায়ানের।

ব্রায়ান নিজে অবশ্য ডব্লুডব্লুই ছাড়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোথাও কিছু বলেননি।

কিছুদিন আগে ডব্লুডব্লুই থেকে বিদায় নেওয়া অ্যালিস্টার ব্ল্যাক এখন আছেন এইডব্লুতে।
ছবি : এইডব্লু

আস্তে আস্তে রেসলিং শোগুলোতে আবারও দর্শকের আনাগোনা শুরু হয়েছে। বহুদিন পর সরাসরি রেসলিং ইভেন্ট দেখতে আসা দর্শকদের চমকে দেওয়ার জন্য নিয়মিত চমক দেখাচ্ছে ডব্লুডব্লুই ও এইডব্লুর মতো রেসলিং কোম্পানিগুলো। এর মধ্যেই ডব্লুডব্লুইর সাবেক তারকা আনদ্রাদে, অ্যালিস্টার ব্ল্যাক, শাভো গেরেরোকে সম্প্রতি দলে ভিড়িয়েছে এইডব্লু।


ডব্লুডব্লুইর হয়ে সম্ভাব্য সব চ্যাম্পিয়নশিপই জিতেছেন ব্রায়ান। রেসলম্যানিয়া ৩০–এর মেইন ইভেন্টে র‍্যান্ডি অরটন ও বাতিস্তাকে হারিয়ে ডব্লুডব্লুই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন এই তারকা। কিছুদিন আগে এবারের রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে রোমান রেইনস ও এজের বিপক্ষে হেরে বসেন তিনি।