দক্ষিণ এশিয়ান গেমসে সোনার পদক বাড়ছে বাংলাদেশের

এই পদকের রঙ বদলে এবার সোনালি হবে।
ফাইল ছবি

খবরটা শুনে প্রথমে বিশ্বাস করেননি ভারোত্তোলক জহুরা খাতুন! দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) রুপাজয়ী জহুরা পেতে যাচ্ছেন সোনার পদক।
   
নেপালের পোখারায় সর্বশেষ ২০১৯ সালের দক্ষিণ এশিয়ান গেমসে মেয়েদের ৮১ কেজি ওজন শ্রেণিতে রুপা জেতেন জহুরা। এই ইভেন্টে সোনা জেতেন ভারতের শারস্তি সিং। কিন্তু ডোপ টেস্টে ধরা পড়ায় শারস্তির সোনা কেড়ে নিয়েছে দক্ষিণ এশিয়ান অলিম্পিক কাউন্সিল।

এই পদকটা বদলে যাচ্ছে।
ছবি: সংগৃহীত

ভারতের ভারোত্তোলন ফেডারেশন এসএ গেমসে জেতা শারস্তির সোনার পদক ও সার্টিফিকেট ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়ে দিয়েছে। ভারত থেকে সেই পদক পৌঁছে গেছে নেপালে দক্ষিণ এশিয়ান গেমসের আয়োজক কমিটির কাছে।

সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুসারে শারস্তির সোনার পদক তুলে দেওয়া হবে জহুরার হাতে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানিয়েছেন, ‘আমরা এ–সংক্রান্ত একটা চিঠি পেয়েছি নেপালের গেমস আয়োজক কমিটির কাছ থেকে। বাংলাদেশের ভারোত্তোলককে যত দ্রুত সম্ভব পদকটি তুলে দেওয়ার ব্যবস্থা করবে তারা। তবে এ জন্য কিছু আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে। সব আনুষ্ঠানিকতা শেষে আশা করি আমরা ওই পদক হাতে পেয়ে যাব।’

স্বামী বক্সার আল আমিনের সঙ্গে জহুরা খাতুন।
ছবি: ফেসবুক

সোনা জেতার খবর শুনে বিস্ময়ের ঘোরে আছেন জহুরা, ‘আসলে আমার ইভেন্টে ভারতের অ্যাথলেট থাকায় সোনা জয়ের আশা করিনি। রুপার পদকের জন্যই লড়েছিলাম। মহিউদ্দিন স্যার (মহিউদ্দিন আহমেদ, সহসভাপতি, ভারোত্তোলন ফেডারেশন) খবরটা দেওয়ার পর ভেবেছিলাম তিনি বিষয়টা নিয়ে আমার সঙ্গে মজা করছেন। পরে মনে হলো, স্যার তো আমার সঙ্গে কখনো এমন করতে পারেন না।’

বাংলাদেশের এসএ গেমসে সোনাজয়ীদের তালিকায় এবার দেখা যাবে জহুরার নাম। পদকের রং বদলে যাওয়ায় কিছুটা অবাক হলেও ঘটনাটা পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলে মনে করেন জহুরা, ‘সব সময় স্বপ্ন দেখে এসেছি, এসএ গেমসে একদিন সোনা জিতব। কিন্তু আমি যে ইভেন্টে খেলি, সেখানে সবার প্রতিদ্বন্দ্বিতা হয় ভারতীয়দের সঙ্গে। আমি সব সময় চেষ্টা করেছি সেরাটা দেওয়ার। তবে এই পদকটা অবশ্যই পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় ভালো কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’

জহুরা খাতুন।
ফাইল ছবি

পোখারায় রুপা জিততে জহুরা স্ন্যাচে তোলেন ৭৩ কেজি ওজন। আর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯৫ কেজি। সব মিলিয়ে ১৬৮ কেজি ওজন তুলে রুপা জেতেন জহুরা। আর ১৯০ কেজি ওজন তুলে সোনা জেতেন শারস্তি।

ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন সে দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনকে পদক ফেরত দেওয়ার চিঠিতে জানিয়েছে, শারস্তির ডোপ নেওয়ার বিষয়টা ২০১৯ সালের ২১ নভেম্বরের। মুম্বাইয়ে হওয়া সর্বভারতীয় আন্তরেলওয়ে ভারোত্তোলন প্রতিযোগিতায় সেদিন শারস্তি সোনা জেতেন ৮১ কেজি ওজন শ্রেণিতে। এরপর ৭ ডিসেম্বর পোখারায় গিয়ে সোনা জেতেন শারস্তি। কিন্তু আন্তরেলওয়ে ভারোত্তোলন প্রতিযোগিতায় ডোপ নেওয়ার অপরাধেই তাঁর ১৩তম এসএ গেমসের ফলাফল বাজেয়াপ্ত করা হয়েছে।

গত এসএ গেমসে ভারোত্তোলনে ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে জিয়ারুল ইসলাম ও মেয়েদের ৭৬ কেজিতে সোনা জেতেন মাবিয়া আক্তার। এসএ গেমসের ইতিহাসে বাংলাদেশ সেরা সাফল্য পেয়েছে নেপালের গত আসরে। বাংলাদেশ সব মিলিয়ে জিতেছিল ১৯টি সোনা, ৩২টি রুপা ও ৮৭টি ব্রোঞ্জ পদক।