পিএসজিকে হাজারো ধন্যবাদ দি মারিয়ার

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ৭
মেয়েদের আইপিএল উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলতে গেছেন শারমিন আখতার (বাঁয়ে)। ট্রেইলব্লেজারস দলে বাংলাদেশের আরেক খেলোয়াড় সালমা খাতুনের (ডানে) সঙ্গী হবেন এ ব্যাটার। এ দলে আর দুইজন বিদেশি ইংল্যান্ডের সোফিয়া ডাঙ্কলি ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুসের সঙ্গে দলের পোশাকে এ ছবিটা পোস্ট করেছেন শারমিন।
ইনস্টাগ্রাম
২ / ৭
জমবয় মিডিয়া নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি।
টুইটার
৩ / ৭
জিতল মুম্বাই, অথচ হাসি বেঙ্গালুরুর মুখে! আইপিএল দিল্লি-মুম্বাইয়ের সমীকরণ ছিল এমন—দিল্লি জিতলে প্লে-অফে যাবে তারা, হারলে যাবে বেঙ্গালুরু। মুম্বাইয়ের কাছে হেরেছে দিল্লি, শেষ চারে চলে গেছে বেঙ্গালুরু। ওই ম্যাচের পর নিজেদের ‘অনুভূতি’ বোঝাতে গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসির সঙ্গে এ ছবিটা পোস্ট করেছেন বিরাট কোহলি।
ইনস্টাগ্রাম
৪ / ৭
বেঙ্গালুরুর প্লে-অফে যাওয়া নিজের বাসায় বসে উপভোগ করেছেন এবি ডি ভিলিয়ার্সও। এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বৃষ্টিস্নাত, ঠাণ্ডা রবিবারের বিকাল। তবে আমার পরিবার, ফায়ারপ্লেস ও বেঙ্গালুরুর নক-আউটে যাওয়া উষ্ণ রাখছে আমাকে।’
ইনস্টাগ্রাম
৫ / ৭
সাসেক্সের হয়ে দুর্দান্ত কয়েক দিন কাটিয়েছেন চেতেশ্বর পূজারা। এরপর ছুটি কাটাতে গেছেন প্যারিসে।
ইনস্টাগ্রাম
৬ / ৭
বার্সেলোনা গ্রাঁ প্রিঁ দেখতে গিয়েছিলেন রজার ফেদেরার। কোয়ালিফার দেখেছেন মার্সিডিসের গ্যারেজ থেকে। মার্সিডিজের দুই ড্রাইভার সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন ও জর্জ রাসেলের সঙ্গে এভাবেই ধরা পড়লেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী সুইস টেনিস তারকা।
টুইটার
৭ / ৭
‘এ দিনটা আসুক, সেটি চাইনি আমি। যে দিন আমাকে বিদায় বলতে হবে। প্যারিস সবসময়ই আমার ঘর হয়ে থাকবে। পরিবারসহ সাতটি স্মরণীয় বছর কাটিয়েছি আমরা এখানে। প্রথম দিন থেকেই স্বচ্ছন্দে ছিলাম আমরা। ক্লাবের সব মানুষ, সমর্থকদের ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই আমার। সামনের দরজা দিয়ে এসেছিলাম এ ক্লাবে, সেটি দিয়েই যাচ্ছি। গতকাল আমার ও আমার পরিবারের যে কান্না, কষ্ট, সেটির কারণ এ ক্লাব, শহর এবং মানুষের প্রতি আমাদের ভালোবাসা। আমরা আপনাদের সবাইকে অনেক মিস করব। ধন্যবাদ, ধন্যবাদ, হাজারো ধন্যবাদ!’ পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলার পর ইনস্টাগ্রামে এমন আবেগঘন বিদায়বার্তা দিয়েছেন আনহেল দি মারিয়া।
ইনস্টাগ্রাম