ভারতের রুপাজয়ী ভারোত্তোলক মীরাবাই এবার পুলিশের এএসপি

ভারোত্তোলক মীরাবাই চানুছবি : রয়টার্স

অলিম্পিকে রুপা জেতার পর কাল দেশে ফিরেছেন ভারোত্তোলক মীরাবাই চানু। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিলেন প্রচুর মানুষ। যদিও নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে ছিলেন তিনি।

সাধারণ মানুষ দূর থেকেই মীরাবাইকে অভিনন্দন জানিয়েছেন। আর মীরাবাইকে ফুল দিয়ে বরণ করেন ভারোত্তোলন ফেডারেশনের কর্মকর্তারা।

টোকিওতে থাকার সময় মীরাবাইকে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল মনিপুর রাজ্য সরকার। কিন্তু তাঁর জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল দেশে। ভারতে ফেরার পর তাঁকে পুলিশের এএসপি (অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ) করার কথা ঘোষণা করেছে মনিপুর সরকার।


এর আগে মীরাবাই রেলের টিকিট পরীক্ষকের কাজ করতেন। কিন্তু অলিম্পিকে মেয়েদের ভারোত্তোলনের ৪৯ কেজি ওজন শ্রেণিতে পদক জেতার পর রাতারাতি যেন ভাগ্য বদলে গেল এই ভারোত্তোলকের। রুপা জয়ের পরপরই মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ মিরাবাইকে ফোন করেছিলেন।

ওই সময় তিনি বলেন, ‘তোমাকে আর স্টেশনে টিকিট চেক করার কাজ করতে হবে না। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করব। আর বাকিটুকু এখনই বলতে চাই না। সেটা নাহয় চমক হিসেবেই থাক।’


সেই রহস্য ভেঙে দিলেন বীরেন সিংহ, মীরাবাই দেশে ফিরলে তাঁকে বিস্ময় উপহার দিয়ে। কালই বীরেন সিংহ ঘোষণা দেন, চাকরিতে পদোন্নতি দিয়ে মীরাবাইকে পুলিশের কর্মকর্তা বানানো হয়েছে।

এরই মধ্যে চানুর গ্রাম নংপক কাকচিংয়েও মীরাবাইকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছে সবাই। আত্মীয়স্বজন থেকে শুরু করে পাড়া–প্রতিবেশী সবাই রুপার মেয়েকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।


অবশ্য মীরাবাইয়ের পদোন্নতির পাশাপাশি আরও নতুন ভারোত্তোলক তুলে আনার উদ্যোগ নিয়েছে মনিপুর সরকার। এ জন্য সেখানে একটা আন্তর্জাতিক মানের ভারোত্তোলন একাডেমি গড়ে তোলা হবে।