রিয়াল ড্রেসিংরুমে নিজের ছবি দিয়ে এটা কী লিখলেন মদরিচ

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ। তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার-ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার, এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটোফিচার।
১ / ৮
বাবাকে পাশে বসিয়ে গাড়ির স্টিয়ারিং ধরেছে তামিম ইকবালের ছেলে আরহাম ইকবাল
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৮
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার পর ড্রেসিংরুমে লুকা মদরিচ। ছবিটি দিয়ে লিখেছেন, ‘এটা রিয়াল মাদ্রিদ, এটাকে বোঝার চেষ্টা কোরো না।’
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৮
‘এই আমাদের দল। এগিয়ে যাও মাদ্রিদ’—ম্যান সিটিকে ৩–১ গোলে হারানোর পর রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়া
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৮
ডাগআউটের আনন্দ। সিটিকে হারিয়ে রিয়াল ফাইনালে ওঠার পর আনচেলত্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি পোস্ট করেই জানিয়েছেন নিজের অনুভূতি, `জাদুকরী এক যাত্রা...সবাইকে ধন্যবাদ। এখন প্যারিসে শেষ ধাপের অপেক্ষা, ফাইনাল, এগিয়ে যাও মাদ্রিদ।’
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৮
১ মিনিটের মধ্যে জোড়া গোল করে রিয়ালকে ফাইনালে তোলার নায়ক রদ্রিগোকে অভিনন্দন জানাতে তাঁর সঙ্গে তোলা পুরোনো এ ছবিটিই বেছে নিয়েছেন পেলে
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৮
চুলে পাক ধরেছে, আগের চেয়ে কমেছেও। জাপানের ক্লাব ভিসেল কোবেতে তবু ভালো সময়ই কাটছে বার্সেলোনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
পরিবারের সদস্যদের নিয়ে সময়টা ভালোই কাটছে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিওর (ডান থেকে দ্বিতীয়)। সেটি আবার জানিয়েছেন তিনি নিজেই
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
প্যারিসে পিএসজির সাবেক তারকা রোনালদিনিও। ছবিটি দিয়ে লিখেছেন, ‘এই জায়গাটায় এলে সব সময়ই আমার ভালো লাগে।’
ছবি: ইনস্টাগ্রাম