রিয়ালে যেতে চাওয়া খেলোয়াড়কে যেভাবে শাস্তি দেবে বার্সা

নিজেদের বাস্কেটবল খেলোয়াড় থমাস উয়ের্তেলের সঙ্গে বার্সার আচরণ সমালোচনা কুড়িয়েছে।ছবি: ইনস্টাগ্রাম

থমাস উয়ের্তেল বার্সেলোনা ছাড়তে চান, এতে আপত্তি ছিল না ক্লাবের। কাতালানরা ভেবেছিল বার্সা ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচে যাবেন উয়ের্তেল। কিন্তু ফ্রেঞ্চ এই পয়েন্ট গার্ড লুকিয়ে কথা বলে রাখছিলেন রিয়াল মাদ্রিদের সঙ্গে। ক্ষিপ্ত বার্সেলোনা কর্তৃপক্ষ এর শোধ নিয়েছে অপ্রীতিকর এক ঘটনার জন্ম দিয়ে।

গত মঙ্গলবার ইস্তাম্বুলে আনাদলু এফের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়েছিল বার্সেলোনা। তখনই ব্যাপারটি জানাজানি হওয়ায় ফেরার পথে উয়ের্তেলকে দলের প্লেনেই উঠতে দেয়নি বার্সা! করোনার এ সময়টায় যেখানে অধিকাংশ দেশ কড়া নিয়ম মানছে ভ্রমণের ক্ষেত্রে, এমন পরিস্থিতিতেই উয়ের্তেলকে ফেলে রেখে এসেছে ক্লাবটি।

এ নিয়ে ইউরোপিয়ান অঞ্চলে সমালোচনার ঝড় বয়ে গেছে। বর্তমান ও সাবেক খেলোয়াড়েরা বার্সেলোনার এমন রূপ দেখে বিস্মিত। ওদিকে বার্সার সাবেক বাস্কেটবল তারকারা এমন সময়ে ক্লাব কর্মকর্তাদের সঠিক চেহারা সবাই দেখতে পাচ্ছেন বলে তৃপ্ত। এর মধ্যেই জানা গেল, উয়ের্তেলকে অন্য উপায়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে বার্সেলোনার বাস্কেটবল দল।

বার্সার জার্সিতে থমাস উয়ের্তেল।
ছবি: ইনস্টাগ্রাম

৩১ বছর বয়সী উয়ের্তেলের সঙ্গে চুক্তির এখনো ছয় মাস বাকি বার্সেলোনার। তবে ফেনেরবাচে যাবেন ভেবে সে চুক্তি আগেভাগেই শেষ করার কথা ভাবছিল দুই পক্ষ। তুরস্কের ক্লাবে যাচ্ছেন উয়ের্তেল, এটা ভেবে চুক্তির বাকি ১২ লাখ ইউরো দিতেও রাজি ছিল বার্সেলোনা। কিন্তু মাঝপথে এভাবে চিরপ্রতিদ্বন্দ্বী মাদ্রিদে উয়ের্তেলের যাওয়ার কথা শুনে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে বার্সা।

এমন অবস্থায় বার্সেলোনা কোনোভাবেই উয়ের্তেলকে ছাড়তে রাজি নয় রিয়ালের কাছে। সাংবাদিক ভারলাস নিকোস জানিয়েছেন, বার্সেলোনার অন্য খেলোয়াড়দের জিজ্ঞাসা করা হয়েছিল, এ পরিস্থিতিতে কী করা যায়। সবাই উয়ের্তেলকে দলে রাখার পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু ক্লাব কর্মকর্তারা কিংবা কোচ সারুনাস ইয়াসিকেভিসিয়ুস উয়ের্তেলকে আর বার্সার মূল দলে খেলানোর পক্ষপাতী নন।

সঙ্গীনীর পাশে উয়ের্তেল।
ছবি: ইনস্টাগ্রাম

বার্সেলোনা তাই চেষ্টা করছে উয়ের্তেলকে স্পেনের বাইরে কোনো ক্লাবে পাঠিয়ে দেওয়ার। এতে দুদিক থেকেই লাভ হবে তাদের। দল ছাড়তে চাওয়া এক খেলোয়াড়কে আর খেলাতে হবে না, ওদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের শক্তিও বাড়বে না।

কিন্তু স্পেনের বাইর উয়ের্তেলকে পাঠানোর চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা কম। আর সে ক্ষেত্রে এই পয়েন্ট গার্ডকে নিজেদের ‘বি’ দলে পাঠাবে বার্সা। অর্থাৎ, স্পেনের দ্বিতীয় বিভাগে খেলতে বাধ্য করা হবে উয়ের্তেলকে।

এতে বার্সেলোনার অবশ্য একটি সমস্যা হবে। উয়ের্তেল চলে যাচ্ছেন জেনে লিও ওয়েস্টেরমানকে দলে নেওয়ার কথা পাকা করে ফেলছিল বার্সা। কিন্তু উয়ের্তেলকে ছেড়ে না দিলে স্কোয়াডে বাড়তি আরেক খেলোয়াড় নেওয়া সম্ভব হবে না। সে ক্ষেত্রে একজন কম খেলোয়াড় নিয়েই মৌসুম শেষ করতে হবে বার্সাকে।

অবশ্য বার্সার বাস্কেটবল দলের ক্রীড়া পরিচালক নাচো রদ্রিগেজ এর আগেও এমন কাজ করেছেন। ২০১৭ সালে টাইরিজ রাইসকে বিক্রি করতে চেয়েছিল ক্লাব। কিন্তু কেউ কিনতে আগ্রহ দেখায়নি। রাইসকে মূল দলে রাখার চেয়ে বার্সা ‘বি’তে পাঠিয়ে দিয়েছিলেন রদ্রিগেজ।