‘শান্তিপূর্ণ ম্যাচে’ চেয়ারে বসার বচসা নিয়ে ৩০ মিনিট খেলা বন্ধ

ম্যাচ জয়ের পর মেরিনার ইয়াংসের খেলোয়াড়দের উচ্ছ্বাসছবি: জাহিদুল করিম

বাংলাদেশের ঘরোয়া ক্রীড়াঙ্গনে এখনো কিছুটা উত্তেজনা অবশিষ্ট আছে হকি মাঠে। এই খেলায় বড় দলগুলোর ম্যাচ মানেই গোলমাল! এক ঘণ্টার ম্যাচ অনেক সময় শেষ হয় দুই–তিন ঘণ্টায়। কখনো কখনো হয় পরিত্যক্ত। নানা অপ্রীতিকর ঘটনা হলেও হকিপ্রেমীদের অনেকের কাছে তা হয়ে ওঠে উপভোগ্য!

আজ তেমনই এক উপভোগ্য দিন ফিরে এসেছে মাওলানা ভাসানী স্টেডিয়ামে। তবে তা মেরিনার ইয়াংসের কাছে। মৌসুমের সবচেয়ে বড় বাজেটের দল এবং সর্বশেষ লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫–২ গোলে হারিয়ে দিয়েছে তারা। চলতি প্রিমিয়ার হকি লিগে আজ প্রথম বড় ম্যাচটি জিতে মেরিনার্স আনন্দে ভেসেছে। আজই লিগে প্রথম হারা মোহামেডান ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে কিছুটা পিছিয়ে পড়েছে। অন্যদিকে শিরোপা জয়কে পাখির চোখ করে ছুটছে মেরিনার্স। ১০ ম্যাচে পুরো ৩০ পয়েন্ট নিয়ে তারা আছে সুবিধাজনক জায়গায়।

গোলের পর মেরিনার্সের খেলোয়াড়ের উচ্ছ্বাস। হতাশ হয়ে সেদিকে তাকিয়ে আছেন মোহামেডানের এক খেলোয়াড়
ছবি: জাহিদুল করিম

এই ম্যাচে দৃশ্যমান কোনো অঘটন বা ঝামেলা ঘটেনি। তবে ম্যাচ শুরুর আগে ডাগআউটে কোন দল কোন পাশে বসবে, এই নিয়েও ছিল দ্বন্দ্ব! মেরিনার্সের দাবি, তারা আগে মাঠে এসেছে। ফলে নিজেদের পছন্দমতো টেন্ট বেছে নেওয়ার অধিকার তাদেরই। এ নিয়ে বিস্ময়করভাবে ৩০ মিনিট খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত মোহামেডান মেনে নিয়েছে মেরিনার্সের দাবি। বরফ গলে বল গড়ায় মাঠে।

কিন্তু দুই দলের স্টিক–বলের সেই রুদ্ধশাস লড়াইটা পাওয়া গেল না। মোহামেডান শুরু থেকেই চড়া মেজাজে। যার সুযোগ নিয়ে মেরিনার্স আক্রমণে এসে প্রথম কোয়ার্টারেই বড় ম্যাচকে একপেশে বানিয়ে ফেলে মেরিনার্স। ৮ মিনিটে পেনাল্টি কর্নারে মিলন গোল করেন, ১৪ মিনিটে পারদ্বীপ সিংয়ের ফিল্ড গোল এবং ১৭ মিনিটে হৃদয়ের ফিল্ড গোলে মেরিনার্স স্কোরলাইন করে ফেলে ৩–০!

কিন্তু খেলাটা হকি বলে হাল ছাড়ার কোনো ব্যাপার ছিল না মোহামেডানের। ২৩ মিনিটে পেনাল্টি কর্নারে মোহামেডানের আশরাফুল করেন ৩–১। ৪৩ মিনিটে মোহামেডানের ভারতীয় ফরোয়ার্ড সুনীল করে দেন ৩–২। দারুণভাবে লড়াইয়ে ফিরে আসা মোহামেডানকে পরের মিনিটেই অবশ্য হতাশ করেছে মেরিনার্স। ৪৪ মিনিটে স্কোরলাইন ৪–২ করে ফেলে তারা। ৫০ মিনিটে ফজলে রাব্বির কল্যাণে ৫–২।

পঞ্চম গোলের পর মাঠের একটু বাইরে এসে সমর্থকদের অভিনন্দন জানান মেরিনার্সের অধিনায়ক মামুনুর রহমান (চয়ন)। ততক্ষণে হতাশায় ভেঙে পড়েন মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। আজ সব দিক থেকেই মেরিনার্স দারুণ খেলেছে। দলটির খেলোয়াড়দের ফিটনেস ভালো। আক্রমণে ওঠানামা চমৎকার। ৪ ভারতীয় খেলোয়াড়ের সঙ্গে দেশিরা দেখিয়েছেন সেরা নৈপুণ্য। অন্যদিকে দিনটা মোহামেডানের ছিল না। তাদের কোনো কিছুই ঠিকঠাক হয়নি। ৪ ভারতীয় জ্বলে উঠতে পারেননি। ফলে হার মানতে হয়েছে প্রতিবেশীর কাছে।

অধিনায়ক মামুনুর রহমানের (মাঝে) নেতৃত্বে মেরিনার্স খেলোয়াড়দের জয় উদ্‌যাপন
ছবি: জাহিদুল করিম

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে দুদলের প্রতিবাদ প্রথম দিকে ঘন ঘন দেখা গেলেও পরে তা কমে এসেছে। এবার লিগের শুরু থেকেই একজন করে ভারত ও শ্রীলঙ্কার আম্পায়ার এনেছে হকি ফেডারেশন। তৃতীয় বিদেশি আম্পায়ার হিসেবে গতকাল ঢাকায় আসা জাপানি শিগেকি কাদামা আজ খেলা পরিচালনা করেছেন। তাঁকে প্রথম দিকে কয়েকবার পড়তে হয়েছে খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে। তবে ম্যাচ যত গড়িয়েছে আম্পায়াররা মোটামুটি স্বাচ্ছন্দ্যেই বাঁশি বাজান। বলার মতো কোনো গোলমাল ছাড়া হকি মাঠে বড় ম্যাচ শেষ হওয়া সবার কাছেই স্বস্তির।