সানজিদার শুভসকাল, লেভার হাতে ইউক্রেনের পতাকা

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ১১
একসঙ্গে পড়েছেন, ক্রিকেট খেলেছেন একসঙ্গে। জীবন এরপর দুজনকে নিয়ে গেছে ভিন্ন দুটি পথে। হার্শা ভোগলে ভারতের অন্যতম সেরা ক্রিকেট ধারাভাষ্যকার, তাঁর বন্ধু পঙ্কজ সিং এখন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রধান। বন্ধুকে নিয়ে নিজের গর্বের কথা জানিয়েছেন ভোগলে।
ইনস্টাগ্রাম
২ / ১১
তাঁর ফাউন্ডেশন কাজ করছে পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায়। শহীদ আফ্রিদি দেখা করতে গিয়েছিলেন বেলুচিস্তানের সেনা কর্মকর্তার সঙ্গে। তাঁর ফাউন্ডেশনকে সহায়তা করায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি।
ইনস্টাগ্রাম
৩ / ১১
যুবরাজ সিং ও সুরেশ রায়নার সেলফিতে ফটোবোম্বিং করেছেন বিমানের এক যাত্রী!
ইনস্টাগ্রাম
৪ / ১১
মাদ্রিদের বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা পুরস্কার পেয়েছেন রাফায়েল নাদাল। তাঁর টেনিস প্রেমের স্বীকৃতি দেওয়ায় সবাইকে ধন্যবাদ দিয়েছেন রেকর্ড ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী তারকা।
ইনস্টাগ্রাম
৫ / ১১
মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন সাবেক অস্ট্রেলিয়া ব্যাটসম্যান ড্যামিয়েন মার্টিন। ‘খাওয়া, পান, হাসি’তে সময়টা দারুণ কাটছে মা-ছেলের।
ইনস্টাগ্রাম
৬ / ১১
আপাতত ক্লাবের খেলায় বিরতি। এবার জাতীয় দায়িত্বের পালা। নেশনস লিগ সামনে রেখে ফ্রান্সের অনুশীলনে কিলিয়ান এমবাপ্পে।
ইনস্টাগ্রাম
৭ / ১১
একজন অলিম্পিকে বক্সার, আরেকজন ইউএস ওপেনে ইতিহাস গড়া তারকা। কার্লোস আলকারাজ ও জোনাথন আলোনসো একজন আরেকজনকে উপহার দিয়েছেন র‍্যাকেট ও গ্লাভস।
ইনস্টাগ্রাম
৮ / ১১
২০ সেপ্টেম্বর ব্রাজিলে ‘গাউচো’ দিবস। ‘দক্ষ অশ্বারোহী’ গোত্রের জন্য দিনটি বিশেষ কিছু, মনে করিয়ে দিয়েছেন রোনালদিনিও গাউচো।
ইনস্টাগ্রাম
৯ / ১১
লেভার কাপ দিয়েই পেশাদার টেনিসকে বিদায় বলবেন রজার ফেদেরার। সেটির অনুশীলনে সতীর্থ স্তেফানো সিৎসিপাস, কিংবদন্তি বিয়ন বোর্গের সঙ্গে সুইস তারকা।
ইনস্টাগ্রাম
১০ / ১১
বিশ্বকাপে ইউক্রেন নেই, তবে তাদের পতাকার রং থাকবে ঠিকই। রবার্ট লেভানডফস্কিকে ইউক্রেনের পতাকার রঙের আর্মব্যান্ড উপহার দিয়েছেন আন্দ্রেই শেভচেঙ্কো। লেভানডফস্কির সঙ্গে সেটিই যাবে বিশ্বকাপে।
ইনস্টাগ্রাম
১১ / ১১
পাহাড়ে সূর্যোদয়ের ইমোজি দিয়ে শুধু ‘শুভসকাল’ লিখেছেন সানজিদা আক্তার। সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পরের সকালটা তো সানজিদার জন্য নয়, বাংলাদেশের জন্যই বিশেষ কিছু!
ইনস্টাগ্রাম