বিমানে চড়ে মুগ্ধ সাকিব, গ্রামের টানে মিরাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্রিমলাইনে চড়ে মুগ্ধ সাকিব। পরনে লুঙ্গি আর মাথায় গামছা লাগিয়ে মিরাজ উপভোগ করছেন গ্রামের সৌন্দর্য। একই ফ্রেমে দেখা গেল রোনালদো নাজারিও ও রোনালদিনিওকে। আর ছুটির আমেজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৮
ফুটবলারদের প্রায় সারা বছরই খেলা নিয়ে ব্যস্ত থাকতে হয়। পরিবারকে দেওয়ার মতো সময়ও মেলে কম। তাই মৌসুম শেষে ফুটবলের বিরতিতে পরিবারকে সময় দিচ্ছেন বার্সেলোনার জার্মান গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৮
মৌসুম শেষে এখন চলছে বিরতি। ফুটবলাররা সবাই নিজেদের মতো অবকাশ কাটাচ্ছেন। ছুটি কাটাতে ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা ফিল ফোডেন চলে গেছেন গ্রিসে। সেখান থেকেই সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ফোডেন
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৮
পাশাপাশি বসা দুই ফুটবল কিংবদন্তি রোনালদো ও রোনালদিনিও। একসময় ব্রাজিলের হয়ে অসংখ্য ম্যাচে এভাবেই ড্রেসিংরুমে একসঙ্গে বসেছিলেন এই দুজন। একসঙ্গে জিতেছেন বিশ্বকাপও। সেসব স্মৃতি মনে করেই হয়তো রোনালদিনিও ক্যাপশনে লিখেছেন, ‘আমার একই নামের মানুষের সঙ্গে লকার রুমের স্মৃতি’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৮
সাধারণত দলীয় ছবি যেমন হয়, এটা তেমন নয়। ছবি তুলতে এসে কেউ সামনে তাকিয়ে আছেন তো কেউ আবার পেছনে। কেউ পাশেরজনের সঙ্গে কথা বলছেন। নাথান লায়নকে দেখে মনে হচ্ছে, চেয়ারটা হয়তো মনমতো হয়নি। লর্ডস টেস্ট শুরুর আগে এই ছবি পোস্ট করে উসমান খাজা লিখেছেন, ‘এখন এটাই দলীয় ছবি।’ সঙ্গে অট্টহাসির ইমোজিও দিয়েছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৮
সবাইকে হাশিখুশি থাকার পরামর্শ দিলেন পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান। তিনি লিখেছেন, ‘হাসতে থাকুন। একে অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করুন।’
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৮
‘ছুটির আমেজে’—ছবির সঙ্গে এই ক্যাপশনই জানিয়ে দিচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদোর অবকাশটা দারুণ কাটছে
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
পরনে লুঙ্গি আর মাথায় গামছা—গ্রামে গিয়ে গ্রামীণ বেশভূষা ধারণ করেছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গ্রামের টানে, নদীর পানে...’
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্রিমলাইনে চড়ে কানাডা থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। যাত্রাপথের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সাকিব লিখেছেন, ‘সুপরিসর, ব্র্যান্ড নিউ উড়োজাহাজে সপরিবার প্রথমবারের মতো দীর্ঘ ভ্রমণে ওয়াই–ফাই সুবিধাসহ ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এবং চমৎকার যাত্রীসেবায় আমরা সবাই মুগ্ধ। বাংলাদেশ বিমানের পাইলটদের টেক অফ ও ল্যান্ডিং সব সময়ই আমার কাছে স্বস্তিদায়ক। এবারও তার ব্যতিক্রম ছিল না।’ এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ধন্যবাদও দেন সাকিব
ছবি: ইনস্টাগ্রাম